December 21, 2024

মানুষের মন জয় করে ভোটের আগেই জিতে গেলেন ১৬ নং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পম্পা পাল

1 min read

তন্ময় চক্রবত্তী ও তন্ময় দাস ঃ-  ভোট যতই এগিয়ে আসছে  প্রখর রোওহাঁসফাঁস  প্রচন্ড গরম কে উপেক্ষা করে 
মাঠে ময়দানে দাপিয়ে বেড়াছে
প্রার্থীরা । এখণ বিশ্রাম  বলে কিছু নেই ।তাই নাওয়া খাওয়া ভুলে গ্রামের
অলিগলি কখনও মাঠের আল ধরে
প্রার্থীরা ছুটছেন
মানুষের দোয়ারে দোয়াড়ে একটু
মানুষের আশির্বাদ নিতে।
এমনিতেই
হাঁসফাঁস করছে মানুষ 

দিনের পর দিন পারদের মাত্রা উর্ধে উঠছে গ্রামের মানুষ একটু আরামের আসায় আশ্রয় নিচ্ছেন গাছের নীচে ছোটরা পুকুরে ঝাপ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে

এই প্রখর রোদ গরমকে উপেক্ষা করে এর ই মধ্যে  মানুষের মাঝে হাজির  ১৬ নং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পম্পা পাল

মানুষের সাথে একবার আলাপ করেই মানুষকে
তিনি আপন করে নিছেন।মনে হছে তিনি যেন তাদের বাড়ির কেউ।এইভাবে
 ভোটের দামামা বাজতেই ভোট ময়দানে নেমে এলাকাবাসীদের এক রকমের মন জয় করে ফেলেছেন রাজনীতির  অঙ্গনে সদ্য পদার্পণ করা পম্পা পাল।
মাত্র সাত মাসের পুত্র সন্তানকে বাড়িতে রেখে এলাকায় এলাকায় হাজির হয়ে মানুষের সাথে কথা বলছেন। 

কখনো গাছ তলায় দাঁড়িয়ে কখনো কারো আঙ্গিনায়, এইভাবেই চালিয়ে যাচ্ছেন ভোটপ্রচার।আজ ও দেখা
গেল
প্রখর রৌদ্রে প্রচার চালাতে  হেমতাবাদ ব্লকের অন্তর্গত নং নওদা অঞ্চলের তাঁতী পাড়া, পূর্ব নওদা এলাকায়। 

 ১৬ নং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পম্পা পাল বলেন আমরা এলাকায় মানুষের যেভাবে সাড়া পাচ্ছি। তাতে মনে হচ্ছে আমাদের জয় নিশ্চিত। ভর দুপুরে আমরা রাস্তায় হাঁটতে পারছি এটা মানুষের আশির্বাদ ছাড়া আর কিছুইনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *