সিপিএম এবং বিজেপি মনোনয়নই জমা দিতে পারল না
1 min read
দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে শাসক দলের কর্মীদের হামলায় বিরোধী সিপিএম এবং বিজেপি মনোনয়নই জমা দিতে পারল না। বিডিও অফিসের আগে রাস্তাতেই লাঠি নিয়ে বিরোধীদের হটিযে দেওয়া হয়।
এদিন গঙ্গারামপুরের শপিং মলের কাছে জেলা বিজেপির সাংগঠনিক নেতা, ষাট বছরের প্রদীপ সরকারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার অভিযোগ করেন গঙ্গারামপুর থানার আইসি এবং এসডিপিওর প্রত্যক্ষ মদতে তৃণমূলের গুন্ডাবাহিনী সন্ত্রাস চালিয়ে মনোনয়ন দিতে দেয় নি। তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে।