সিউড়িতে BJP-র মিছিলে গুলি ও বোমা, মৃত ১
1 min read
সিউড়ি, ২৩ এপ্রিল: রাজ্যে দ্বিতীয় দফার মনোনয়নপর্বে খুন হলেন এক BJP কর্মী। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রামে। আজ BJP কর্মী সমর্থকরা মিছিল করে সিউরি ১ নম্বর ব্লক অফিসে যাচ্ছিলেন মনোনয়নপত্র জমা দিতে।
করিধ্যা গ্রামের কাছে শাসক দলের লোকজন তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বোমা ফাটানোর পাশাপাশি গুলি চালানো হয়। তিনজন BJP কর্মী গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ বিলালের। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন শ্যামসুন্দর গড়াই এবং আরও একজন। তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের ছোড়া বোমায় এলাকার বেশ কিছু দোকান ও বাড়িতে আগুন ধরে যায়।BJP নেতা সুরজিৎ ঘোষ বলেন, “আমাদের কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন, সে সময় শাসকদলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতেই মৃত্যু হয় বিলালের”।