(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময় চক্রবতী-২১ শে
জুলাই কলকাতায় ধর্মতলায় তৃনমূল  কংগ্রেসের
পক্ষ্য থেকে যে সভার আয়োজন করা হয়েছে তার চুরান্ত প্রস্তুতি  জেলায় জেলায় এখণ   তুঙ্গে।বিভিন্ন
জেলার সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার তৃনমূল কংগ্রেসের কর্মিরা নিরলস
পরিশ্রম চালিয়ে যাচ্ছে কিভাবে জেলা থেকে বেশী সংখ্যক কর্মি সমর্থকদের কলকাতায়
সমাবেশে নিয়ে যাওয়া য়ায় । আর তার জন্য জেলা তৃনমূল  কংগ্রেসের সভাপতি অমল আচার্য্য নিরলস প্রচেষ্টা
চালিয়ে যাচ্ছে জেলার প্রত্যন্ত এলাকায়  গিয়ে গিয়ে কর্মি সমর্থকদের সাথে  কখনো 
মিটিং করে  কখনো  আবার পায়ে হেটে মিছিল করে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



 মানুষের কাছে জেলা সভাপতির  একটাই বার্তা সারা রাজ্যের বিভিন্ন জেলার থেকে  বেশী সংখ্যক মানুষ  এবার যাতে  কলকাতায় ২১ শে জুলাই  এর সভায় যোগ দেয়।তার ই লক্ষে জেলা সভাপতি তৃনমূল
কংগ্রেসের অমল আচার্য্য কে দেখা যায় জেলার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কর্মি
সমর্থকদের মনবল কে বারিয়ে তুলতে। যার অক্লান্ত প্রয়াসে জেলার তৃনমূল কংগ্রেস
এর  কর্মিদের মনোবল অনেকটাই বেরে গেছে তা
বলাই যেতেই পারে । জেলার যেখানেই যাচ্ছেন তিনি ২১ শে জুলাই সমাবেশ কে কেন্দ্র করে
প্রচার সেখানেই উপচে পড়ছে মিছিলে  কর্মি
সমর্থকদের জনজোয়ারে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কি মহিলা কি পুরুষ।সবাই কে দেখা যায় একসাথে সারিবদ্ধ লাইন করে
প্রচন্ড রোদ কে উপেক্ষা করে মিছিলে হাটতে।এক সাক্ষাৎকারে তৃনমূল কংগ্রেসের জেলা
সভাপতি অমল আচার্য্য বলেন ২১ শে জুলাই এর প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে জেলায় ঝড় উঠে
গেছে।লাগাতার বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন ব্লকে প্রচার চলছে এই কলকাতার সমাবেশ
কে ঘিরে। গত ১০ তারিখে রায়গঞ্জে একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে হাজির
হয়েছিলেন তৃনমূল কংগ্রেসের জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু
আধিকারি। তিনি কর্মি সমর্থকদের সাথে পায়ে হেটে সারা রায়গঞ্জ শহর পরিক্রমা করেছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অমল আচার্য্য বলেন প্রত্যেকটি ব্লক কে নির্দেশ দিয়ে ছিলেন রাজ্যের জনকল্যানকর
কর্মসুচি গুলিকে সামনে রেখে যেন মিছিল করা হয়।আর সেই নির্দেশ প্রতিটি ব্লক নেতৃত্ব
পালন করেছে।তিনি বলেন বিগত দিনে  রাজ্যের
বামফ্রন্টের রাজত্ব কালে যে ভাবে সন্ত্রাস চলছিল তখন  তার প্রতিবাদ করতে গেলে তৎকালিন যুবকংগ্রেসের
নেত্রী মমতা ব্যানার্জীর উপর আক্রমণ করেন পুলিশ।শুধু তাই নয় সেই সময় ১৩ জন যুব
কংগ্রেসের কর্মিকে শহীদ হতে হয় পুলিশের গুলিতে। আজ সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা
জানাতে প্রতিবছরের ন্যায় এই বছর ও এই আয়োজন হয়েছে কোলকাতায়। প্রতিবছরের মতো এবারো
তার প্রস্তুতি এখন চুরান্ত পর্যায়ে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 নেত্রীর বার্তা শোনার জন্য  এখন থেকেই জেলার কর্মি সমর্থকরা চুরান্ত প্রস্তুতি
নিয়ে ফেলেছেন।এদিকে জেলা তৃনমূল  যুব কংগ্রেসের
সহ সভাপতি পিন্টু মোদক জানান
,তারা যুব তৃনমূল কংগ্রেসের কর্মিরাও  একত্র হচ্ছেন কলকারায় যাওয়ার জন্য  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লাগাতার  কয়েকদিন  ব্যাপক প্রচার করা হয়েছে জেলা জুরে যুব কর্মি
সমর্থকদের কলকাতা যাওয়ার জন্য।তিনি বলেন এবছর গত সব বছরের তুলনায় বহু যুব  কর্মিরা যাবেন নেত্রীর বক্তব্য শুনতে।তাই এখন
যুবকদের মধ্যে শেষ মহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *