January 13, 2025

কোলকাতার ধর্মতলায় ২১জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঙ্চ বাধার কাজ চলছে:

1 min read

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৌশিক ঘোষ,কোলকাতা: আর মাত্র ৪দিন পর কোলকাতার ধর্মতলায় চিত্তরঞ্জন এ্যভিনিউ টিপু সুলতান মশজিদ সংলগ্ন ওয়াই চ‍্যানেলে  তৃণমূল  যুব কংগ্রেসের আহ্বানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে  প্রতিবছরের ন‍্যায় এবছরও একুশে জুলাই এর শহীদ দিবসের সমাবেশের প্রস্তুতি চলছে জোর কদমে।বৃষ্টিতে মাঝে মধ্যে মঞ্চ বাধার কাজে ব‍্যাঘ‍্যাত ঘটলেও দিন রাত জেগে কাজ চলছে। মাঝেমধ‍্যেই তৃণমূল কংগ্রেসের নেতা,মন্ত্রী, বিধায়ক,সাংসদ সদস্যরা এসে এই কাজের তদারকি ও করছেন। পুলিশ ও নিরাপত্তা আধিকারিক রা এদিকে সতর্ক নজর রাখছেন। মঞ্চ বাধার সাথে সাথে মাইক লাগানো, বেড়া দেওয়ার কাজ ও চলছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *