যে মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে জাহির করে আর সেই মুখ্যমন্ত্রীর ঘরেই প্রবেশ করেছে সিবিআই মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী

প্রদীপ সিনহা যে মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে জাহির করে আর সেই মুখ্যমন্ত্রীর ঘরেই প্রবেশ করেছে সিবিআই। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। দুর্নীতির সীমা এতটাই চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সিবিআইকে আজ মুখ্যমন্ত্রীর পরিবারে গিয়ে তার বৌমা র কাছে জেরা করতে হচ্ছে কয়লার টাকা কিভাবে অবৈধভাবে পাচার করা হয়েছে বিদেশি ব্যাংকে। আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি তে বিজেপির পরিবর্তন যাত্রা রথ পরিক্রমা র শেষে একটি সভা তে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

তিনি বললেন এটা খুবই দুঃখের এটা খুবই লজ্জার। যে মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে পোস্টার লাগাতে ব্যানার লাগাত সেই মুখ্যমন্ত্রীর ঘরে আজ দুর্নীতির আঁতুড়ঘর। তিনি বলেন এই দুর্নীতির আঁতুড়ঘর থেকে পশ্চিমবাংলা কে বের করতে হবে। না হলে পশ্চিমবাংলায় কোন উন্নতি হবে না।। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন গত 10 বছর ধরে কেন্দ্রের প্রকল্প গুলিকে নিজের নামে স্টিকার লাগিয়ে চালাচ্ছে এই রাজ্যের সরকার।

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে কি কেন্দ্রীয় সরকার তাদের টাকা দিচ্ছে না তার জন্য সরকারের আর্থিক অবস্থা খারাপ তখন দেদারছে খেলা মেলা উৎসব করে যাচ্ছে এই রাজ্যের সরকার। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সব জায়গায় ভোট হবে তাই এবারের নির্বাচনে কেউ ভয় পাবেন না। গণতান্ত্রিক ভাবে আপনারা সকলেই ভোট দিতে পারবেন। তিনি মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন তিনি বারেবারে বলছেন বাইরের পুলিশ আসবে যাবে আপনারা কেউ ভয় পাবেন না কিন্তু মনে রাখতে হবে এই কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসছে। আজ বিজেপির পরিবর্তন যাত্রা রথ করণদিঘি তে আসার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থক রা। রথের সঙ্গে সঙ্গে বিশাল বাইক মিছিল করে। বিজেপির এই পরিবর্তন যাত্রা র রথ যেদিকে যায় সে দিক দিয়ে যায সেদিকে প্রচুর মানুষ ভিড় করে সেই রক্তে দেখার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *