January 13, 2025

দীর্ঘ ১১মাস বাদে আবার চালু হচ্ছে রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস,খুশি সাধারণ মানুষ-

1 min read

দীর্ঘ ১১মাস বাদে আবার চালু হচ্ছে রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস,খুশি সাধারণ মানুষ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২ শে ফেব্রুয়ারী:কোভিড১৯ পরিস্থিতির কারণে যে রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস টি বন্ধ করে রাখা হয়েছিল তা আগামী ২৩ ,শে ফেব্রুয়ারী আবার চালু হতে যাচ্ছে এই খবরে কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা বাসী খুশি।সম্প্রতি পূর্ব রেল দপ্তর রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি চালু করবার জন্যপূর্ব রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার হাওড়া থেকে সকাল ৮-৩৫ মিনিটে ট্রেনটি ছেড়ে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা হবে।

অন্যদিকে ২৩ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১-১৫মিনিটে রাধিকাপুর থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা যায়।হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে জেনে কালিয়াগঞ্জ,রাধিকাপুর,রায়গঞ্জের বাসিন্দারা রেল দপ্তরকে অভিনন্দন জানিয়েছে।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন রাজ্যের সমস্ত জায়গায় প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও রাধিকাপুর-কাটিহার জংশন রাধিকাপুর-বারসই জংশন এবং রাধিকাপুর-শিলিগুড়ি জংশন (ডি এম ইউ) ট্রেন গুলি আজও কেন বন্ধ রাখা হয়েছে।রাজ্যের সব জায়গা থেকে ট্রেন চলাচল করলেও এতদিন পরেও কেন ট্রেনগুলি বন্ধ রাখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন এই প্যাসেঞ্জার ট্রেন গুলির উপর প্রচুর দরিদ্র হকারদের সংসার নির্ভর করে থাকে।আজ দীর্ঘ ১১মাস ধরে তারা ঘরে বেকার বসে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।এই সমস্ত ক্ষুদ্র হকারদের স্বার্থের কথা ভেবে অবিলম্বে বন্ধ ট্রেনগুলি চালু করবার ব্যবস্থা নেবার জন্য তিনি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কাটিহার ডিভিশনের ডি আর এমের কাছে আবেদন করেছেন বলে সুনীল সাহা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *