৩২তম পথ নিরাপত্তা মাস উপলক্ষে হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হল ইটাহারে

১৫ই ফেব্রুয়ারি শশাঙ্ক সরকার, ইটাহার: ৩২তম পথ নিরাপত্তা মাস উপলক্ষে হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হল ইটাহারে। সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং ইটাহার থানার ট্রাফিক পুলিশের সহযোগিতায় ইটাহার চৌরাস্তা এলাকায় এই হেলমেট বিতরণ কর্মসূচির শিবিরের আয়োজন করা হয়। মোটর বাইক চালানোর সময় বাইক আরোহীদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন বেশকিছু হেলমেট বিহীন পথ চলতি বাইক চালক হাতে তুলে দেন উপস্থিত ইটাহার ট্রাফিক পুলিশ আধিকারিকরা।

পাশাপাশি মাইকিং করে পথ নিরাপত্তার নানান দিক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি হেলমেট বিহিন বাইক চালক নতুন হেলমেট পরিয়ে হাত মিষ্টি হেনবিল তুলে দেন, ও পথ চলতি সাধারণ মানুষের মধ্যে হেনবিল তুলে দেন রাস্তা চলাচল সচেতন করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি লিউ এন তামাং, ইটাহার থানার আইসি অরুন কুমার তামাং, ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত, ট্রাফিক পুলিশ আধিকারিক দীপঙ্কর ঘোষ, অতুল ঠাকুর, দিলীপ সিনহা সহ অন্যান্যরা, যদিও এদিন হেলমেট বিহিন বাইক চালকরা নতুন হেলমেট পুলিশ প্রশাসনের কাছে পেয়ে নিজে লজ্জিত হলেও আগামী দিনে হেলমেট পড়ে বাইক চালাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *