January 13, 2025

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করল স্বরসতী পূজাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ এর শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতি

1 min read

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করল স্বরসতী পূজাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ এর শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতি

তনময় চক্রবর্তী  এ যেন এক অন্য সরস্বতী পুজোর ছবি ধরা পড়ল। যে সরস্বতী পুজো কে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ল    কালিয়াগঞ্জ এর নাঠ মন্দিরের শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতি। আজ সকাল থেকে দেখা গেল এই সেবা সমিতি তে হিন্দুর ঘরের সন্তানরাও যেমন পুজোর আয়োজন করতে ব্যস্ত ছিলেন তেমনি মুসলিম ঘরের সন্তানরাও কোন অংশে কম ছিলনা পুজো আয়োজনে।

 

সমস্ত রকম যোগাড় থেকে অঞ্জলি দেওয়া এমনকি সকলের সাথে মিলেমিশে পূজার ভোগ খাওয়ার মধ্যে ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির সম্পাদক প্রদীপ দত্ত গুপ্ত বলেন, সরস্বতী পূজা কে কেন্দ্র করে তাদের এই সেবা সমিতি তে যে সকল ছাত্র ছাত্রীরা পড়াশোনার কোচিং নেয় তাদের মধ্যে হিন্দু ঘরের ছেলেমেয়েরা যেমন রয়েছে তেমনই হয়েছে মুসলিম ঘরের ছেলেমেয়েরা। তাদের উদ্যোগে আজ এখানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো।

তিনি বলেন এখানে কোন জাত বিচার করা হয় না এখানে বিচার করা হয় মানুষ সব এক এবং অনোন্য। তাই মুসলিম ঘরের কন্যারাও হিন্দুদের ঘরের কন্যাদের সাথে সাথে এই সরস্বতী পূজোর আয়োজনে কোন অংশে কম ছিলনা। পুজো উদ্যোক্তাদের মধ্যে মুসলিম ঘরের এক কন্যাশ্রী রেশমা পারভিন বলেন, সকাল থেকে আমরা সকল বন্ধু বান্ধবীরা মিলে একসাথে মিলেমিশে সরস্বতী পূজা করছি।

খুব মজা করছি। অঞ্জলি দিব একসাথে। শুধু তাই নয় পুজোর আয়োজন করছি একসাথে সকলে মিলে।সত্যি খুব ভালো লাগছে এই সরস্বতী পূজা কে কেন্দ্র করে যেভাবে আমরা সকলে মিলে মেতে উঠেছি তাতে। অন্যদিকে হিন্দু ঘরের কন্যাশ্রী প্রীতি দেব শর্মা বলেন , আজ আমরা সকলে মিলে এই পুজো কে কেন্দ্র করে খুব আনন্দে সামিল হয়েছি। পুজোর আয়োজন আমরা করছি সকল বন্ধু বান্ধবীরা মিলে।

এতে আমাদের খুব আনন্দ লাগছে। খুব মজা করে আজ সরস্বতী পুজোর দিন টা কাটাবো। জানা যায় এই শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতি দীর্ঘদিন ধরে মানুষের স্বার্থে এক অনন্য নজির সৃষ্টি করে চলছে। দুঃস্থ মানুষদের বিনামূল্যে পড়াশোনার কোচিং দিয়ে চলছে দীর্ঘদিন ধরে।

শুধু তাই নয় এই কোচিং সেন্টার থেকে প্রতিবছরই ভালো ভালো রেজাল্ট করে মাধ্যমিক পরীক্ষাতেও। সব মিলে কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ এর শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতি আজ সরস্বতী পূজা কে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন নজির সৃষ্টি করল সমাজের কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *