কালিয়াগঞ্জের ধনকোল হাটে চায়ের দোকানে চোলায় মদের রমরমা ব্যবসায় এলাকার মানুষ ক্ষুব্ধ,আবগারি দপ্তরের নেই কোন হেলদোল-
1 min readকালিয়াগঞ্জের ধনকোল হাটে চায়ের দোকানে চোলায় মদের রমরমা ব্যবসায় এলাকার মানুষ ক্ষুব্ধ,আবগারি দপ্তরের নেই কোন হেলদোল-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬ ফেব্রুযারী:উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডে অবস্থিত ধনকোল হাটে প্রকাশ্যে চায়ের দোকানে চোলায় মদের ব্যবসায় এলাকার সাধারণ মানুষ নাজেহাল।সাধারণ মানুষের ক্ষোভ গ্রামের মানুষ হাট করতে এসে চোলায় মদের ভাটিতে গিয়ে সর্বশান্ত হলেও রাজ্য সরকারের আবগারি দপ্তরের নেই কোন হেলদোল।
গ্রাম থেকে হাট করতে এসে সব টাকা পয়সা মদের পেছনে ঢেলে খালি হাতে মাতাল হয়ে বাড়ি ফিরছে।ফলে অধিকাংশ বাড়িতে চলছে প্রতিনিয়ত অশান্তি।শুধু গ্রামের লোকই নয় ধনকোল হাটের আশেপাশের উঠতি যুবকরাও এই ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছে বলে এলাকার মানুষের ক্ষোভ।কালিয়াগঞ্জ ধনকোল হাটের শরিক মালিক শিবশংকর রায় চৌধরী এক সাক্ষাৎকারে বলেন তার কাছে ধনকোল হাটের
বেআইনি চায়ের দোকানে চোলায় মদের রমরমা ব্যবসা সম্পর্কে বেশ কিছু অভিযোগ এসেছে।এলাকাবাসিরা তাকে জানিয়েছেন এই বেআইনি চোলায় মদের রমরমা ব্যবসার ফলে এলাকায় সমাজ বিরোধীদের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে,এলাকায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে।অবিলম্বে এর থেকে মুক্ত করতে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার জন্য আবেদন জানিয়েছেন
এলাকার মানুষজন।হাটের শরিক মালিক শিবশংকর রায় চৌধুরী বলেন তিনি গ্রাম বাসীদের অভিযোগ পেয়ে অপর শরিকদের সাথে কথা বলে অবিলম্বে ধনকোল হাট থেকে বে আইনি চোলায় মদের ব্যবসাকে উঠিয়ে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান।শিবশঙ্কর বাবু বলেন তিনি কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের সাথেও কথা বলবেন বলে জানান।শিবশঙ্কর বাবু বলেন কালিয়াগঞ্জ শহরে একটি আবগারি দপ্তরের অফিস থাকলেও এরা কোন এক অজ্ঞাত কারণে এই বে আইনি চোলায় মদের ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনা।মাঝে মধ্যে এসে চায়ের দোকানে বসে তারা চলে যায় বলে অভিযোগ করেন।তবে খুব শীঘ্রই সমস্ত গ্রামবাসীদের নিয়ে এই বে আইনি চোলায় মদের ব্যবসায়ীর বিরুদ্ধে একটা বড়সড় আন্দোলনে নামার জন্য গ্রামবাসীরা প্রস্তুত হচ্ছে বলে শিবশঙ্কর বাবু জানালেন।