ওয়েস্টবেঙ্গল স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় গঙ্গারামপুর এস ডি এস এর দল রানার্সের শিরোপা পেল
1 min readওয়েস্টবেঙ্গল স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় গঙ্গারামপুর এস ডি এস এর দল রানার্সের শিরোপা পেল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫ফেব্রুয়ারী: কলকাতায় অনুষ্ঠিত ৩৯ তম ওয়েস্টবেঙ্গল স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এস ডি এস এর সাইক্লিং দল রানার্স দলের মর্যাদা পেল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশনের কোচ সুজন কর্মকার বলেন তাদের দল বিভিন্ন গ্রূপে মোট পাঁচটি পুরস্কার পেয়ে রাজ্য প্রতিযোগিতায় রানার্সের খেতাব পায়।যার মধ্যে ব্যক্তিগত ভাবে আন্ডার ১৪বছর বয়েজ গ্রূপে প্রান্ত কুমার সাহা স্বর্ণপদক পায়,আন্ডার ১৬বছর মহিলা গ্রুপে কেয়া রাজবংশী পেয়েছে স্বর্ণ পদক,আন্ডার ১৯ বছর বয়েজ গ্রুপে রানার্স হয়ে রৌপ্য পদক পায় সুদীপ্ত সরকার,আন্ডার ১৯বছর মহিলা গ্রুপে রানার্স হয়ে পলি রায় রৌপ্য পদক পায় এবং আন্ডার ১৬ বছর বয়েজ গ্রুপে হর্ষ বিশ্বাস তৃতীয় স্থান পেয়ে ব্রঞ্চ পদক পায় বলে জানান।গঙ্গারামপুর সাব ডিভিশন স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক বিভূতি চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এস ডি এস এর সাইক্লিইং বিভাগের ছেলে মেয়েরা কলকাতার ৩৯তম ওয়েস্ট বেঙ্গল স্টেট সাইক্লিঙ চ্যাম্পিয়নশিপ ২০২১ প্রতিযোগিতায় যে ভাবে বিভিন্ন বিভাগে পাঁচটি পদক জয় করেছে তাতে আমি গর্ববোধ করছি।আমাদের গঙ্গারামপুর মহকুমার সমস্ত জয়ী প্রতিযোগীদের মহকুমা এস ডি এস এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই সমস্ত ছেলে মেয়েরা যারা আমাদের দক্ষিণ দিনাজভপুর জেলার সন্মান রাজ্যে তুলে ধরেছে।আমি আশীর্বাদ করছি এরা ঠিক এই ভাবেই জাতীয় স্তরে জয়ী হয়ে।জেলার সম্মানকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিক।