বিভিন্ন কম’সূচি মাধ্যমে বিদ্যার দেবী মা সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয় ইটাহারে।
1 min readবিভিন্ন কম’সূচি মাধ্যমে বিদ্যার দেবী মা সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয় ইটাহারে।
বিভিন্ন কম’সূচি মাধ্যমে বিদ্যার দেবী মা সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের পক্ষ তরফে বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী দেবীর পূজার আয়োজন করার হয়, অন্য দিকে ইটাহার ব্লকের দুগা’পুর বিবাদী সংঘের তরফে বিভিন্ন কম’সূচি মাধ্যমে বিদ্যার দেবী মা সরস্বতী দেবীর পূজার আয়োজন করে দুগা’পুর হাটখোলা ক্লাব প্রাঙ্গণে,
পূজা কে ঘিরে বহিরাগত শিল্পীদের দ্বারা আলোক সজ্জা, বহিরাগত প্রতিমা ও খোলা মেলা ঝকঝকে মন্ডব সজ্জা তৈরী করা হয় পাশাপাশি দুপুর নাগাদ মন্ডব প্রাঙ্গণে ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার ব্যাবস্হা করা হয়, পূজার অঞ্জলি ঘিরে
এলাকার সাধারণ মানুষের সমাগম হয় চোখে পড়ার মতো, পাশাপাশি এবারে দশম তম পূজা উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সহ মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, ছিলেন পূজা কমিটির সদস্য কৌশিক দাম, অভিক গাঙ্গুলী, জয় রায়,সৌরজিত দেব সহ অন্যান্য সদস্যরা, পাশাপাশি ইটাহার ব্লকে আবারো কোথাও সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও থিম পূজার আয়োজন করা হয়।