January 13, 2025

ভয়াবহ তুষারঝড়ের কবলে আমেরিকা! বিধ্বস্ত বিদ্যুত্‍হীন টেক্সাসে মৃত অন্তত ২১

1 min read

ভয়াবহ তুষারঝড়ের কবলে আমেরিকা! বিধ্বস্ত বিদ্যুত্‍হীন টেক্সাসে মৃত অন্তত ২১

প্রবল তুষারঝড়ে (Snow strom) কাঁপছে আমেরিকা (US)। বিশেষত শীতকালীন ঝড়ে বিধ্বস্ত টেক্সাস (Texas)। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশের একটা বড় অংশ ব্যাপক তুষারপাতের কবলে। সঙ্গে প্রচণ্ড ঠান্ডা এবং কনকনে হাওয়া। তাপমাত্রা নেমেছে মাইনাস ১০ ডিগ্রির আশপাশে। তিরিশ লক্ষ গ্রাহকের বিদ্যুত্‍ সংযোগ ছিন্ন হয়েছে।গোটা প্রদেশেই শীতকালীন ঝড়ের সতর্কতাবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে হিউস্টনে আগামী বৃহস্পতিবার অবধি সেই সতর্কীকরণের মেয়াদ বাড়ানো হয়েছে।

এই এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, অস্বাভাবিক ঠান্ডার জন্য বিদ্যুত্‍ উত্‍পাদন ব্যাহত হয়েছে। ‘কয়লা, প্রাকৃতিক গ্যাস বা বায়ুশক্তি, কোনওভাবেই বিদ্যুত্‍ উত্‍পাদন করতে পারছে না বেশিরভাগ বিদ্যুত্‍ সংস্থা। অবস্থার উন্নতির চেষ্টা চালানো হচ্ছে। যাঁদের বাড়িতে বিদ্যুত্‍ নেই, তাঁদের সাহায্য করছে রাজ্য প্রশাসন,’ বলেছেন অ্যাবট। বাসিন্দাদের বিদ্যুত্‍ সংরক্ষণ করতেও বলা হয়েছে। এদিকে হাউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার জানিয়েছেন, শহরে বিদ্যুত্‍ সংযোগ ফেরানো সবচেয়ে আগে দরকার। তাঁর কথায়, ‘এটাই প্রয়োজনীয়তার তালিকায় এক নম্বর।’একে ভয়ানক তুষারপাত, তার উপর বিদ্যুত্‍ সংযোগ না থাকা। কার্যত বিধ্বস্ত শহরবাসীর জীবন। অনেকের মতেই হারিকেনের মতো ঝড়ের কবলে পড়লেও এই রকম পরিস্থিতি সচরাচর তৈরি হতে দেখা যায় না। আগামী কতদিন বিদ্যুত্‍ ছাড়া থাকতে হবে, তা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন তাঁরা। টেক্সাসের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল হয় বন্ধ, না হলে ব্যাহত। মেট্রো পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। প্রদেশের স্কুল, অফিসও বন্ধ। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে কোভিড-১৯ টিকাকরণ চলছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বন্ধ রাখা হয়েছে টিকাকরণ কেন্দ্রগুলি।এই পরিস্থিতিতে তত্‍পর মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বিডেন উপদ্রুত এলাকাগুলির গভর্নরদের আশ্বস্ত করেছেন, যে কোনও আপত্‍কালীন পরিস্থিতির মোকাবিলায় সব রকম সাহায্য করা হবে। হোয়াইট হাউস সূত্রে একথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *