January 13, 2025

ভারতীয় জনতা মহিলা মোর্চার সম্মেলন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

1 min read

ভারতীয় জনতা মহিলা মোর্চার সম্মেলন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

১৫ই ফেব্রুয়ারি শশাঙ্ক সরকার, ইটাহার: বিধানসভা ভোটকে সামনে রেখে সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলার পাশাপাশি ভারতীয় জনতা মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সোমবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হল ইটাহার বিধানসভার মহিলা মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে।

এদিন ইটাহার দাসপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে মহিলা মোর্চা ও বিজেপি পার্টির রাজ্য ও জেলা নেতৃত্ব ও কর্মীরা মিছিল করে এসে ইটাহার চৌরাস্তা এলাকার এক ভবনে এই সম্মেলনে অংশ নেন। এদিন মহিলা মোর্চার রাজ্য ও জেলা নেতৃত্ব আসন্ন বিধানসভা ভোটের আগে মহিলা মোর্চার কর্মীদের সাথে সাংগঠনিক কার্যকলাপ নিয়ে আলোচনা করা সহ বক্তব্যের মাধ্যমে দেশ সহ রাজ্যে যে নাড়িরা নির্জাতিত হচ্ছে সেই বিষয়ে গর্জে উঠেন। পাশাপাশি রাজ্য সরকারের নানান কার্যাকলাপ নিয়ে সরব হন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী মৌসুমি মৈত্র, উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চা সভানেত্রী শিবানী সরকার মজুমদার, উত্তর দিনাজপুর জেলা বিজেপি সহ সভাপতি নিমাই সিংহ, উত্তরবঙ্গ জোনের আইটি সেলের সভানেত্রী মধুমিতা সরকার, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক বীনা ঝা, ইটাহার ব্লক বিজেপি কনভেনর দিলীপ ঋষি, কো-কনভেনর শ্যামল চৌধুরী, ৩৬নং মন্ডল সভাপতি শ্যামল দাস, মহিলা মোর্চার নেত্রী আরতি দাস সহ অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *