লোক সভার আগেই ভোট শুরু হল কালিয়াগঞ্জে
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- আগামী লোকসভা নির্বাচনে জেলার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে ‘ভোটার ভেরিফাইয়াবেল পেপার অডিট ট্রায়েল‘
বা ভিভি প্যাট মেশিন। ওই
ভিভি প্যাট মেশিনের মাধ্যমে ভোট যাচাইয়ের ব্যবস্থা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে
জানা গিয়েছে।
বা ভিভি প্যাট মেশিন। ওই
ভিভি প্যাট মেশিনের মাধ্যমে ভোট যাচাইয়ের ব্যবস্থা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে
জানা গিয়েছে।
আর তাই উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক দফতর সহ জেলার সমস্ত বিডিও অফিসের সামনে
এখন থেকে এধরনের একটি মেশিন রাখা হয়েছে।
এখন থেকে এধরনের একটি মেশিন রাখা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেউ এসে মেশিনটি হাতে কলমে পরীক্ষা করে যেতে পারবেন। এধরনের মেশিন প্রতিটি মহকুমা
ও ব্লক অফিস চত্বরে রাখা হয়েছে। ভোটাররা ইভিএমের মাধ্যমে যে যেখানে ভোট দিলেন
সেখানে সেই ভোট পড়ল কিনা, তা সাত সেকেন্ডের
জন্য ভিভি প্যাটের মাধ্যমে ভোটাররা তা দেখতে পাবেন।
ও ব্লক অফিস চত্বরে রাখা হয়েছে। ভোটাররা ইভিএমের মাধ্যমে যে যেখানে ভোট দিলেন
সেখানে সেই ভোট পড়ল কিনা, তা সাত সেকেন্ডের
জন্য ভিভি প্যাটের মাধ্যমে ভোটাররা তা দেখতে পাবেন।
উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান, ভিভি প্যাট মেশিন জেলার সর্বর্ত রাখা হয়েছে। যে কেউ চাইলে তারা এসে ইভি এমে ভোট
দিয়ে ভিভি প্যাটে তা দেখতে পারবেন।
দিয়ে ভিভি প্যাটে তা দেখতে পারবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে র সামনে দেখা গেল প্রচুর মানুষ ভিড় করছে এই মেশিন যেমন দেখতে তেমন ই কেউ কেউ আবার নিজেও ভোট দিয়ে দেখলেন তার ভোট সঠিক জায়গায় পড়ছেন কি না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});