জাতীয় স্তরের খো-খো খেলোয়াড়দের সম্বর্ধনা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর জেলা থেকে জাতীয় স্তরে খো-খো খেলার সুযোগ পাওয়ায় জাতীয় স্তরের ৭জন খেলোয়াড় সম্বর্ধিত হল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বীর চিলা রায় ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী উপলক্ষে এই সম্বর্ধনা দেওয়া হয় বিশ্ব রাজবংশী ও উন্নয়ন মাঞ্চের পক্ষ থেকে।সম্বর্ধিত খো-খো খেলোয়াড় গন হলেন জীবন বর্মন,দুলাল বর্মন,সনু বর্মন,মনিকা বর্মন,হীরা রায় ও বিশ্বজিৎ রায় ও সুনু রায়।
সংস্থার কর্নধার গনেশ রায় বলেন হত দরিদ্র রাজবংশী সমাজের এই সমস্ত হীরের টুকরো ছেলে মেয়েদের জন্য আমাদের রাজবংশী সমাজ গর্ব বোধ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খড়গপুর কলেজের অধ্যাপক কালেশ্বর বর্মন সাঁইথিয়া কলেজের অধ্যাপক দেবদ্যুতি বর্মন প্রাক্তন অধ্যাপক কৃষ্ণকান্ত রায় সমাজসেবী বিজয় সরকার এবং দিগেন্দ্র নাথ রায়। প্রত্যেক খেলোয়াড় দের উত্তরীয় পরিয়ে একটি করে মোমেন্ট দেওয়া হয়।জানা যায় ইউ সমস্ত খো -খো খেলোয়ারেরা খো-খোখেলার কোচিং নিয়ে থাকে ডালিমগাও স্পোর্টস একাডেমি থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});