বালুরঘাট জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক
1 min read
তপন চক্রবর্তী–বালুরঘাট--মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা শাসকের দপ্তরেবভলুরঘাট ভবনে নির্বাচন সংক্রান্ত সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৈঠক শুরু হয় জেলা শাসক ডঃ দীপাপ প্রিয়া পির সভাপতিত্বে।এই বৈঠকে জেলাশাসক,চারজন অতিরিক্ত জেলাশাসক,পুলিস সুপার,অতিরিক্ত পুলিস সুপারগন, দুই মহকুমা শাসক,সব রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও জেলায় নির্বাচনের দায়িত্বপ্রাপত্ব বিভিন্ন সেলের অফিসাররা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন কমিশনের বিভিন্ন গাইড লাইনের বিষয়ে দল গুলিকে অবহিত করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশেষ করে মডেল কোড অফ কন্ডাক্ট,সুবিধা আ্যপ,নমিনেশনের পদ্ধতি, মিডিয়া সংক্রান্ত নিয়মাবলী নিয়ে বিশদে আলোচনা করেন জেলাশাসক ডঃ দীপাপ প্রিয়া পি,ও অন্যা্ন্য অতিরিক্ত জেলাশাসকগণ। বৈঠকে রজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ও তাদের প্রয়োজনীয় বিষয়গুলি জেনে নেন।দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক সান্তনু চক্রবর্তী এক সাক্ষাৎ কারে এই খবর জানান।তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম তৎপরতা শুরু হয়ে গেছে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});