রায়গঞ্জে তৃণমূল দলের প্রাথী কানাইয়া লালের নাম ঘোষণা হতেই কালিয়াগঞ্জের পৌর পতি কার্তিক পালের দেওয়াল লিখন শুরু
1 min read
শঙ্কর গুপ্তা।উত্তর দিনাজপুর--লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাথীদের নাম বেলা সাড়ে তিনটা নাগাদ প্রকাশ হবে তা জানার জন্য অধীর আগ্রহে তৃন মূল দলের নেতৃত্বরা বসে ছিলেন টি ভিড় সামনে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ইসলামপুর পৌর সভার পৌর পিতা কানাইয়া লাখ আগরওয়ালের নাম ঘোষণা হতেই কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক পাল তড়িঘড়ি কালিয়াগঞ্জের পৌর সভার শেঠকলোনির পৌর পিতার এলাকায় নিজে হাতে দেওয়াল লিখন শুরু জরে দেন।
পৌর পিতা তথা কালিয়াগঞ্জ টাউন তৃণমূল ক্বগ্রেসের সভাপতি কার্তিক পাল বলেন একদিকে আমাদের মা মাটি মানুষের দলের তৃণমূলের প্রাথী কানাইয়ালাল আগরওয়াল অন্যদিকে আমার মতই তিনি একজন পৌর পিতা তিনি।তাই অত্যন্ত উৎসাহের সাথেই আমি কানাইয়া দার জন্য দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলাম। সময় হাতে একদম নেই।প্রচুর পরিশ্রম করতে হবে সবাইকে।তিনি বলেন আমাদের দিদি যত উন্নয়ন মূলক কাজ করেছেন তাই আমাদের প্রার্থী কানাইয়া দা একশো শতাংশ ভাগ জিতবে বলে তার দৃঢ় বিশ্বাস।বিজেপি বা সিপিআইএম-কংগ্রেস জোট কোন ফ্যাক্টর নয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});