October 25, 2024

নিজের হাতে কৃষি জমিতে স্বদেশী ধানের চারা রোপন করে তাক লাগিয়ে দিলেন পরিবেশবিদ অধ্যাপক ডঃ তাপস পাল

1 min read

নিজের হাতে কৃষি জমিতে স্বদেশী ধানের চারা রোপন করে তাক লাগিয়ে দিলেন পরিবেশবিদ অধ্যাপক ডঃ তাপস পাল

তন্ময় চক্রবর্তী জৈব কৃষিকে ভারতীয় কৃষির মানচিত্রে পুনরায় ফিরিয়ে আনতে উদ্যোগী উত্তর দিনাজপুর জেলার ফোরাম ফর ইন্ডিজেনাস এগ্রিকালচার মুভমেন্ট গ্রুপ (F. I. A. M) | বিগত দশ বছর ধরে সমস্ত কৃষিকাজ জৈব সারের মাধ্যমে করার জন্য ভেষজ, ডালের গুড়া, চালের গুড়া, গুড়, ধঞ্চা, গোবর, কেঁচো এই সমস্ত কিছু ব্যবহার করে আসছে |

কালোচাল, খয়েরিচাল, রাধাতিলক, কালানুনিয়া, কাঠারীভোগ, রাধুণীপাগল, বাহালগড়, তুলসীমুকুল, তুলসীবাঁশ, বাঁশকাঠি, দুধেশ্বর, কালানমক, জয়প্রকাশ, যুগল, খাঁড়া, ঝসওয়া ইত্যাদি দেশজ ধানের বীজ সংরক্ষণ করে আসছেন চিন্ময় দাস, সুদীপ্ত মুখার্জি সহ গ্রুপের অন্যান্য সদস্য ও কৃষকরা |

প্রত্যেক বছর ধানের বীজ সংগ্রহ করে তার থেকে পুনরায় বছরের পর বছর ধরে সংরক্ষণের জন্য রোপন করে চলেছেন বিভিন্ন দেশীয় ধানের চারা |

এই বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল দেশজ ধানের রোপন উৎসবে নিজ হাতে ধানের চারা রোপন করেন এবং একই সাথে পরিবেশবিদ হিসেবে তিনি বলেন – যে যেই জীবিকাই করুক বা কৃষকেরাও উচ্চফলনশীল চাষেই বিশ্বাসী হোক না কেনো জৈব পদ্ধতিতে কৃষিকাজ প্রত্যেক মানুষের চাষাবাদ পদ্ধতিতে নিযুক্ত করা প্রয়োজন | F. I. A. M. গ্রুপের এই কর্ম পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল গ্রুপ তৈরী করেছে যেখানে শুধুমাত্র কৃষকেরাই নয় আপামর পরিবেশপ্রেমীরা তাদের ছাদে বা বাগানে জৈব পদ্ধতিতে বিভিন্ন ফল, শাক-সবজি উৎপাদনে যথেষ্ট আগ্রহী হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *