January 13, 2025

করোনার পরে বন্যাতে ও মানুষের পাশে থেকে বাজিমাত করে দিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল

1 min read

করোনার পরে বন্যাতে ও মানুষের পাশে থেকে বাজিমাত করে দিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল

তন্ময় চক্রবর্তী।যেখানেই মানুষের আর্তনাদ সেখানেই পৌঁছে যাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি গৌতম পাল। করোনা থেকে বন্যা সবকিছুতেই সাধারণ মানুষেরা তাকে পেয়ে যাচ্ছে ত্রাতার ভূমিকায়।

আজ তেমন ভাবেই দেখা গেল জেলা তৃণমূলের সভাপতি গৌতম পাল কে উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের সীমান্তের ১ নম্বর চৈনগর পঞ্চায়েতের বর্মন পাড়া ,দাসপাড়া, এবং মাকর হাট গ্রামে।

যেখানে তৃণমূল যুব নেতা কে দেখা গেল বাংলা যুবশক্তি কর্মসূচির মাধ্যমে বন্যাকবলিত এলাকায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিলি করতে। লাগাতার কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা

বৃষ্টির ফলে একদিকে যেমন বৃষ্টির জল জমে গিয়েছে তেমনি বাংলাদেশ থেকে ব্যাপক জল চলে আসায় বিভিন্ন নদীতে নদী গুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। ফলে হেমতাবাদ এর এই সীমান্ত গ্রামগুলিতে ঢুকে পড়েছে সেইসব জল। ফলে বহুগ্রাম আজ  প্লাবিত হয়ে পড়েছে।

এদিন তৃণমূল যুব সভাপতি গৌতম পাল কে দেখা যায় তার সঙ্গী সাথীদের নিয়ে হাঁটুজল অতিক্রম করে মানুষের কাছে গিয়ে পৌঁছাতে এবং মানুষকে ত্রাণ সামগ্রী বিলি করতে। যা পেয়ে  সাধারণ মানুষরা প্রচন্ড পরিমাণে খুশি তার ভূমিকায়। জেলা তৃণমূল যুব সভাপতি গৌতম পাল বলেন, করোনার আবহের মধ্যেই যেভাবে আবার নতুন করে লাগাতার বৃষ্টির ফলে জেলার হেমতাবাদ সহ বিভিন্ন জায়গায়  নদীর জল ঢুকে পড়ে একের পর

এক গ্রাম কে প্লাবিত করে তুলছে তা সত্যি চিন্তার কারণ। বহু মানুষ আজ জল বন্দি হয়ে রয়েছে। তাদের খাবারের কোন সংস্থান নেই। এই মুহূর্তে। তাই তাদের কথা চিন্তা করে আজ হেমতাবাদ ব্লকের বেশকিছু গ্রামে জলবন্দি মানুষদের পাশে গিয়ে বাংলা যুবশক্তি কর্মসূচি কে সামনে রেখে

তার বিশ্বস্ত সৈনিকদের নিয়ে পৌঁছে গেলেন চিরে , গুড়, ও শুকনো খাবার ও ওষুধ পত্র নিয়ে। গৌতম বাবু বলেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা গুলি খতিয়ে দেখেছেন আগামীতে যাতে প্রশাসন এই সমস্ত এলাকার মানুষদের দিকে এগিয়ে এসে সাহায্য করে সে ব্যাপারে প্রশাসনের দৃস্টি আকর্ষণ করবেন। সব মিলিয়ে করোনার পরে বন্যা তেও বাজিমাত করে দিলেন তৃণমূলের যুব সভাপতি গৌতম পাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *