বাড়িতে ডেকে কুকুর লেলিয়ে দিলেন যুবক ! টাকা চাইতেই পাওনাদারকে ,! ভাইরাল ভিডিও
1 min readবাড়িতে ডেকে কুকুর লেলিয়ে দিলেন যুবক ! টাকা চাইতেই পাওনাদারকে ,! ভাইরাল ভিডিও
,
বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের মানুষ। পাওনা টাকা চাইতে যাওয়ায় পাওনাদারকে মারধরের পাশাপাশি পোষ্য হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। আক্রান্তের নাম দেবদূত রায়।
বাড়ি বন্দর এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত দেবদূত। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।আক্রান্ত দেবদূত রায় জানান, মিলনপাড়ার বাসিন্দা বিশ্বদীপ ঘোষের কাছে তিনি ৫ হাজার টাকা পেতেন। সেই টাকা চাইতে তাঁর বাড়িতে ঢোকামাত্র বিশ্বদীপ রড দিয়ে মারধর করে। পাশাপাশি বাড়ির দুটি পোষ্য হিংস্র কুকুর তার দিকে লেলিয়ে দেয়। কুকুর দু’টি তাঁকে আঁচড়ে কামড়ে দেয় বলেও জানিয়েছে দেবদূত। দেবদূতের সঙ্গে ছিল তাঁর বন্ধু সাগর দাস। সাগর দেবদূতকে বাঁচাতে গেলে তাঁকেও গালিগালাজ করা হয়। সাগর দাস জানিয়েছেন, সাড়ে ১১টা নাগাদ দেবদূতকে বাড়িতে ডেকে পাঠায় অভিযুক্ত। পাওনা টাকা নিয়ে কথা বলার সময়ই হঠাৎ রড নিয়ে চড়াও হয় সে। রডটা কেড়ে নিতেই কুকুর ছেড়ে দেয়।