ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের ওপর অমানবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ বালুরঘাটে
1 min readভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের ওপর অমানবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ বালুরঘাটে
ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের ওপর অমানবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ বালুরঘাটে। কাকদ্বীপের মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে, এদিন বালুরঘাটের বিভিন্ন এলাকাসহ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের প্রাচীরে পোস্টার সাঁটানো হয় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে।
উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানান, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা প্রত্যার্পণের মাধ্যমে দেশে ফিরেছেন, তাদের ওপর অমানবিক অত্যাচার করা হয়েছে বাংলাদেশে। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলা রাজ্যের বিভিন্ন এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে অনেক পুকুর ও জলাশয় রয়েছে। সেই সব জায়গায় মৎস্যজীবীদের মাছ চাষে বাধা, মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। মৎস্যজীবীদের ওপর অত্যাচারে ঘটনায় সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে, তাদের পাশে থাকার আর্জি জানায় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম।