January 13, 2025

লোক-অর্থনীতি নিয়ে হঠাৎ সার্ভে শুরু করলেন ড: তাপস পাল

1 min read

লোক-অর্থনীতি নিয়ে হঠাৎ সার্ভে শুরু করলেন ড: তাপস পাল

তন্ময় চক্রবর্তী প্রান্তিক মানুষের জীবন নিয়ে গবেষণা করা বরাবরই তার নেশা | দলিত অর্থনীতি সম্পর্কীয় জীবিকা অর্জনকারী ব্যক্তিদের নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এই মানুষগুলোর ওপর ছবি ও তথ্য সংগ্রহ করে লিখে ফেলেছেন ‘যাদের করেছো অপমান’ কাব্য গ্রন্থ |

আজ রায়গঞ্জের পথে চলার সময় হঠাৎই পেয়ে গেলেন এমনিই একজনকে | যিনি বিগত একুশ বছর ধরে লোকবিশ্বাস বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে আসছিলেন এমনি এক লেবু-লঙ্কার মালা বিক্রেতা | লেবু-লঙ্কার মালা বিক্রি করেই তার সন্তানকে এম. এ পাশ করিয়ে বি. এড করাচ্ছেন |

হঠাৎ সাক্ষাৎকারে ড: তাপস পাল জানতে পেরেছেন শুধু মাত্র শনিবার ও মঙ্গলবারই তার এই লোকবিশ্বাস বিক্রি করার ব্যবসা চলে | তার এই লোক বিশ্বাসের দাম দশ টাকা | সপ্তাহে দুদিন অন্তত দুইশো খানেক লেবুলঙ্কার মালা বিক্রি করেন | ছেলেকে পড়াশোনা শেখালেও চাকরি পাবে কবে তার কোনো আশা নেই |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *