January 13, 2025

রসাখোয়া উচ্চবিদ্যালয়ে বাংলার যুব শক্তির উদ্দ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

1 min read

রসাখোয়া উচ্চবিদ্যালয়ে বাংলার যুব শক্তির উদ্দ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রদীপ সিনহা-করনদীঘি –উত্তর দিনাজপুর জেলার করন দীঘি ব্লকের রসাখোয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার বাংলার যুবশক্তির অভিনব উদ্দ্যোগে করোনা মোকাবিলালয় লকডাউন পরিস্থিতিকে সামনে রেখে বিনামূল্যে উপস্থিত রোগীদের ডাক্তারি পরীক্ষা ও ওষুধ

বিতরনের কর্মযোগ্য চলে।অনুমানিক রসখোয়া এলাকার ২০০০হাজার বিভিন্ন ধরনের রোগীদের ৮জন চিকিৎসক বসে সারাদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে চিকিৎসকেরা কাজ করে যায়।উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি বলেন বাংলার যুবশক্তির দামাল যুবকেরা সারাদিন ধরে এই কর্মযজ্ঞে অক্লান্ত পরিশ্রম করে বাংলার যুবশক্তির

এই সমাজ সেবামূলক কর্মযজ্ঞকে  সার্থক করে তোলে।জেলা যুব সভাপতি জানান চিকিৎসা শিবিরে আসা প্রত্যেককে থার্মাল গান দিয়ে প্রথমে চেকআপ করে নেওয়া হয়।

এর পর হ্যান্ড সেনেটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেবার পর চিকিৎসকদের কাছে তাদের পাঠানো হয় সামাজিক দূরত্ব বজায় রেখে।গৌতম বাবু বলেন লকডাউনের কারনে বিভিন্ন ধরনের রোগীরা বিগত তিন মাস ধরে কোন চিকিৎসকের কাছে তাদের নিজেদের কোন চিকিৎসা করতে পারেনি।শনিবার গ্রামের লোকেরা

এই সুযোগ পেয়ে তৃণমূল দলের বাংলার যুবশক্তির এই ধরনের উদ্যোগকে সবাই অভিনন্দন জানায়।উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি স্যাঙ্কিং দাস,করেন দীঘি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কামারুজ্জামান,করনদীঘি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাউসার আলম,প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি কানু পাল,করনদীঘি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মানিক চন্দ সহ অনেকেই।এই ধরনের সমাজসেবা মূলক কাজের জন্য জেলা তৃণমূল যুব সভাপতি গৌতম পালকে প্রচুর মানুষের অভিনন্দন বার্তা তার কাছে আসে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *