January 13, 2025

তৃণমূল কৃষক সংগঠন বারোদুয়ারিতে যখন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তখন তৃণমূলের জেলা সভাপতি কানাই লাল বললেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলন ঠিক নয়

1 min read

তৃণমূল কৃষক সংগঠন বারোদুয়ারিতে যখন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তখন তৃণমূলের জেলা সভাপতি কানাই লাল বললেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলন ঠিক নয়

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--শনিবার কৃষি ঋণ মুকুব, পাটের সহায়ক মূল্য প্রদান সহ সাত দফা দাবিতে কৃষক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বারো দুয়ারিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, তখন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল একেবারে আশি ডিগ্রি ঘুরে পরিষ্কার করে সাংবাদিকদের বললেন রাস্তা অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের আন্দোলন সঠিক নয়।

তিনি বলেন এই সমস্ত বিষয় নিয়ে জেলাশাসকের কাছে আলোচনা করা যেত।কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ সঠিক নয়।তিনি বলেন ধান কেনা কিছুদিন আগেও হয়েছে।হয়তো কোন কারনে ধান ক্রয়কারী এজেন্টরা ধান কেনেনি।সেটা দেখা হবে।তৃণমূল জেলা সভাপতি বলেন আমি বারো দুয়ারিতে যাবো ।

সেখানে আমাকে মানস ডেকেছে বলে সাংবাদিকদের জানান।রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি মানস ঘোষ শনিবার রায়গঞ্জের বারো দুয়ারীর জাতীয় সড়কের উপর ধান, ভুট্টা ছড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের কৃষকদের নিয়ে।ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে এই বিক্ষোভের জেরে।দেশের কৃষক সমাজের স্বার্থে সমস্তরকম কৃষি ঋণ মুকুব করা, পাটচাষী ও পাটশিল্পকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য ৭ হাজার টাকা প্রতি কুইন্টাল করা, অবিলম্বে জেলায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু করতে হবে এবং ভুট্টার সহায়ক মূল্য ঘোষণা করে ভুট্টা ক্রয়কেন্দ্র চালু করা সহ সাত দফা দাবি নিয়ে শনিবার রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় কৃষক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় রায়গঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস। রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে দেশের সমস্ত কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে দেশের সমস্ত কৃষকদের সবধরনের কৃষি ঋণ কেন্দ্রীয় সরকারকে মুকুব করতে হবে। শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ ব্লকের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। কৃষকদের এই বিক্ষোভ সমাবেশের জেরে রায়গঞ্জের বারোদুয়ারি ৩৪ নম্বর জাতীয় সড়ক ঘন্টা দুয়েকের জন্য অবরুদ্ধ হয়ে থাকে। জেলা তৃণমূল সভাপতি সাংবাদিকদের কাছে এ রাস্তা অবরোধ নিয়ে যে মন্তব্যে করেছেন তাতে অনেকেই খুশি নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *