পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ এর ডালিমগাঁও এ রক্তদান শিবির।
1 min readপশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ এর ডালিমগাঁও এ রক্তদান শিবির।
পিয়া চক্রবর্তী।।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় এ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
যেখানে প্রায় ৫০ জন শিক্ষক স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবির কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জের পুর প্রশাসক কার্তিক পাল, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির
উত্তর দিনাজপুর জেলা সভাপতি আদিত্য নারায়ন দাস, কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লক সভাপতি এজাবুল হক এবং পিনাকী চ্যাটার্জী, ডালিমগাঁ হাইস্কুলের প্রধানশিক্ষক মনতোষ মোদক সহ অন্যান্য নেতৃত্ব।
জানা যায় লকডাউন এর কারণে দীর্ঘদিন রক্তদান শিবির বন্ধ হয়ে থাকার ফলে রক্তের আকাল দেখা দেয়। এবার সেই রক্তের প্রয়োজনীয়তার কথা ভেবে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে।