বিজেপির প্রয়াত জেলা সম্পাদক বিশ্বনাথ মৃধার প্ৰতি শ্রদ্ধা জানাতে কানকিতে দুস্থদের ত্রাণ বিলি
1 min readবিজেপির প্রয়াত জেলা সম্পাদক বিশ্বনাথ মৃধার প্ৰতি শ্রদ্ধা জানাতে কানকিতে দুস্থদের ত্রাণ বিলি
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–শনিবার বিজেপির সদ্য প্রয়াত উত্তর দিনাজপুর জেলার সম্পাদকের মৃত্যুতে জেলার কানকিতে তার প্রতি শ্রদ্ধা জানাতে একটি ধক সভার আয়োজন করা হয়।শোক সভায় শোক জ্ঞাপন করেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
তিনি শোক জ্ঞাপন করে বলেন বিশ্বনাথ মৃধার মৃত্যুতে জেলায় বিজেপির অপূরণীয় ক্ষতি হয়ে গেল।আমারা কোন সময় ভাবতেই
পারিনি আজ বিশ্বনাথের শোক সভা করতে হবে।তিনি তার আত্মার শান্তি কামনা করে তার পরিবারদের সমবেদনা জানান।উপস্থিত ছিলেন সাগঠনের সাধারণ সম্পাদক কিশোর বর্মন এবং রাজ্য বিজেপির
সহ-সভাপতি দীপেন প্রামানিক সহ জেলা ও জেলার মন্ডলের সভাপতি ও অন্যান্য সমর্থকেরা।সি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রচুর দুস্থ্য বক্তিদের হাতে চাল,ডাল, তেল,মশলা সাবান ও বিভিন্ন সামগ্রী।