জেলা পরিষদের মেন্টর হয়ে গাড়িতে বোর্ড লাগিয়ে শুধু ঘুরলে হবেনা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
1 min readজেলা পরিষদের মেন্টর হয়ে গাড়িতে বোর্ড লাগিয়ে শুধু ঘুরলে হবেনা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
তনময় চক্রবর্তী দলের বেশ কয়েকজন নেতা লাল ও নীল বাতি গাড়ি তে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। এমনকি জেলা পরিষদের মেন্টর হয়েও গাড়িতে বোর্ড লাগিয়ে ঘুরছেন। এসব বন্ধ করুন। সাধারণ মানুষের পাশে যান। তাদের কথা শুনুন, তাদের সমস্যা সমাধান করুন। অবিলম্বে নেতাদের এই সব কান্ড কারখানা ছাড়তে হবে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় এসে দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক তৃণমূলের তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন।
তিনি একাধিক নেতা নেত্রী আচরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।গত বৃহস্পতিবার রাতে বুনিয়াদপুর দলীয় বৈঠক করেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় দলের একাংশের উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এমনকি দলের প্রথম সারির দুই নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেন। তিনি পরিষ্কার দলীয় নেতাদের জানিয়ে দেন তৃণমূল নেতাদের চাল-চলন ও ব্যবহারে পরিবর্তন আনতে হবে। নেতাদের হামবড়া ভাবে সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জেলায়। অনেক নেতাই নিজেকে অনেক বড় নেতা মনে করছেন। এরকম চলতে থাকলে দল কখনো এগোবে না। তিনি সকলকে মনে করে দেন ২০১৬ সালে ও বড় বড় নেতা নিয়ে ও আমরা মাত্র দুটি আসনে জিতে ছিলাম এবার বিধানসভা নির্বাচনের আগে প্রয়োজনের শূন্য থেকে শুরু করব। স্বচ্ছ ও সৎ ভাবমূর্তি দিয়ে যে কটা আসন জিততে পারবো সে কয়টাই আসন আমরা নিব। কিন্তু কারো আচার-আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমনটা আমরা হতে দিব না। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, নেতা হব, নালিশ করব অথচ কাজ করবো না। সেই সব নেতাদের ওপর এবার নজর থাকবে। প্রয়োজনে আমি বাড়ি বাড়ি ঘুরব।