January 13, 2025

সামাজিক দূরত্ব বজায় রেখে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ভ্রাম্যমান “প্রতীতি”র আসরের আলোচনায় করোনা ভাইরাসের প্রাধান্য-

1 min read

সামাজিক দূরত্ব বজায় রেখে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ভ্রাম্যমান “প্রতীতি”র আসরের আলোচনায় করোনা ভাইরাসের প্রাধান্য-

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--গত রবিবার দীর্ঘ একটানা দুই মাস মারন রোগ করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জও তার থেকে রক্ষা পায়নি।ফলে লকডাউন কিছুটা শিথিল হবার কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪৩তম বর্ষের “প্রতীতির” দশম অধিবেশন বসে কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ার অরুন কুমার দাসের ভবনে।রবিবারের আসরের মূল

বিষয়বস্তু ছিল “নিজ নিজ চোখে করোনা”।আসরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনিন্দিতা চক্রবর্তী।সাহিত্যের আসরে দেশ বিদেশে করোনায় যাদের মৃত্য হয়েছে এবং চীনা লালফৌজের অতর্কিতে আক্রমনের ফলে আমাদের ২০জন জওয়ানের অকাল মৃত্যুতে তাদের প্রতি ২মিনিট শোক জ্ঞাপন করা হয়।শিশু শিল্পী কঙ্কনা দের লোকনৃত্য ছিল অত্যন্ত প্রশংশনিয়।

সঙ্গীত পরিবেশন করেন কবি ও সংগীত শিল্পী দেবজ্যোতি কাজল,তাপস চ্যাটার্জি,ধিতশ্রী রায়, অর্পিতা দে ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৃষ্ণা চক্রবর্তী।বিশ্বত্রাস করোনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডঃ কাঞ্চন দে, মৃন্ময় কর ও অনিন্দিতা চক্রবর্তী।কবিতা পাঠ করেনG সংগঠনের যুগ্ম সম্পাদক প্রদীপ রায়, অরুন কুমার দাস এবং শিখা চক্রবর্তী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুস্মিতা রায়,কাজল সরকার সহ অনেকেই।অনুষ্ঠানে বেশ কিছু শ্রোতা বৃষ্টিকে উপেক্ষা করে সাহিত্যের আসরে উপস্থিত হন।রবিবার সাহিত্যের আসরের সভাপতির আসন অলঙ্কৃত করেন ডঃ কাঞ্চন দে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *