January 13, 2025

বীর শহীদ জাওয়ানদের শ্রদ্ধা জানিয়ে গান গাইলেন বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়

1 min read

বীর শহীদ জাওয়ানদের শ্রদ্ধা জানিয়ে গান গাইলেন বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়

কৌশিক ঘোষ,হাওড়া ” হিন্দুস্তান মেরী যান ” শীর্যক বীর শহীদ জাওয়ানদের স্মরণে এবার গান গাইলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়। “লাজ বাঁচানে তিরঙ্গা কে, দিহে জিসনে জান,

ভারত মা কি বীর শহীদ তুমহো দেশকি শান ” – নামক এই গানটি মন্ত্রী রাজীব ব‍্যানার্জী গাইলেন এবং মানুষের মন জয় করে নিলেন।

গানটির সহযোগিতা কুন্তল ব‍্যানার্জী,মল্লিকা ঘোষ, লিরিক্স ও মিউজিক সুজয় গোস্বামী, ব‍্যবস্থাপনায় সৈনিক দে সহ অন‍্যান‍্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *