January 13, 2025

নাগর থেকে ডালখোলা পর্যন্ত যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ,প্রশাসনের নেই হেল দোল-

1 min read

নাগর থেকে ডালখোলা পর্যন্ত যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ,প্রশাসনের নেই হেল দোল-

প্রদীপ সিনহা -ডাল খোলা –উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে বলা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ককে।অথচ এই ৩৪ নম্বর জাতীয় সড়কে সব সময়ের জন্য যানজটের কারনে মানুষদের দুর্ভোগের কারন হয়ে থাকে।সব সময়ের জন্য বিভিন্ন কারনে যান জটের ফলে সাধারণ নাগরিকদের এই সড়ক দিয়ে যাতায়াত করা বিরাট সমস্যার কারন হয়ে দাঁড়ায় সারা বছর ধরে।এই গুরুত্বপূর্ণ রাস্তাটিকে যাতায়াতের জন্য মুক্ত রাখার ব্যাপারে জেলা প্রশাসনের নেই কোন রকম হেলদোল।

ঠিক একই রকমভাবে এন এইচ কর্তৃপক্ষেরও কোন রকম মাথা ব্যাথা নেই।এক কথায় এই জাতীয় সড়কটি ভগবানের ভরসার উপর সব সময় ছেড়ে দেওয়া হযে থাকে।ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা লড়িগুলো ইচ্ছে মত যেখানে সেখানে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করার কারনে মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে।করনদীঘি থানার অধীনে থাকা

নাগর,বিলাসপুর,বোতলবাড়ি,বিহীনগর,ক্ষেত্রবাড়ি জায়গা গুলি ট্রাক চালকদের স্বর্গরাজ্য।এরাই শেষ কথা বলে এই সড়কের ব্যাপারে।গত দুইদিন থেকে একটি গাড়ি খারাপ হয়ে পড়ে থাকার ফলে যানজটের সমস্যা আরো চরম আকার ধারন করেছে বলে জানা যায়।অবিলম্বে অচল হয়ে থাকা গাড়িটিকে না সরালে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *