January 13, 2025

প্রত্যাশার অবসান,স্বপ্ন পূরণ হল ধুপগুড়িতে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে

1 min read

প্রত্যাশার অবসান,স্বপ্ন পূরণ হল ধুপগুড়িতে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে

আশীষ ভট্টাচার্য–ধুপগুড়ি-– বুধবার জলপাইগুড়ি জেলার সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপিত হল। ধূপগুড়ি ডাকবাংলোর সামনে জেলা পরিষদের তরফে দেওয়া প্রেস ক্লাবের

নিজস্ব জমিতেই। আগামীদিনে গড়ে উঠবে প্রেস ক্লাবের ভবন। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে ওই ঘর নির্মাণের জন্য অর্থ মঞ্জুরের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে দফতরের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চলে যাওয়ায় সেই টাকা শেষ পর্যন্ত মঞ্জুর হয়নি।প্রেস ক্লাব সভাপতি ডঃ কৃষ্ণ দেব জানান, আমরা সদস্যরা নিজেরাই চাঁদা তুলে ভবন নির্মাণ করব। ১৯৯৬ সালে এই প্রেস ক্লাবের জন্ম। সেদিন থেকেই জেলাপরিষদের জমি বরাদ্দ রয়েছে প্রেস ক্লাবের জন্য। বুধবার ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়, ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মণ, ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং, জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার, বিজেপি নেতা কৃষ্ণ দেব রায় সহ অনেকে।

 

4 thoughts on “প্রত্যাশার অবসান,স্বপ্ন পূরণ হল ধুপগুড়িতে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *