করোনায় আবার ৭জন আক্রান্ত হলেও সাধারণ মানুষের মধ্যে কোন আতঙ্কের প্রভাব নেই
1 min readকরোনায় আবার ৭জন আক্রান্ত হলেও সাধারণ মানুষের মধ্যে কোন আতঙ্কের প্রভাব নেই
তপন চক্রবর্তী-কালিয়ার দিনাজপুর)–তপন চক্রবর্তী-কালিয়ার দিনাজপুর)–প্রথম দিকে কালিয়াগঞ্জ শহরে করোনায় আক্রান্ত যখন হয়েছিল ১জন ব্যক্তি তখন কালিয়াগঞ্জ শহরে করোনার আতঙ্ক মানুষকে দারুন ভাবে প্রভাবিত করলেও এখন মানুষের মধ্যে সেই আতঙ্ক আর দেখা যাচ্ছেনা।শহরের মানুষ করোনাকে আর ভয় ডর করছে না।
গত মঙ্গলবার একদিনে ৭ জন কালিয়াগঞ্জ ব্লকে করোনায় আক্রান্ত হলেও সাধারণ মানুষ এখন করোনাকে ডোন্ট কেয়ার মনে করতে শুরু করেছে।আর এই ডোন্ট কেয়ার মনোভাব আসার পেছনে জেলা ও ব্লক ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা অনেকটাই দায়ী বলে মনে করা হচ্ছে।লকডাউন চলা কালীন ব্লক ও পুলিশ প্রশাসনের যে ভূমিকা আমরা দেখেছি বর্তমানে তার সিকি ভাগও নজরে পড়েনা।মনে হচ্ছে করোনা বলে রোগ টার আর তেমন গুরুত্ব নেই।
করোনা তার আগের গুরুত্ব হারিয়ে ফেলেছে।সত্যি সত্যি ই কি তাই?একদম এই ধারনা করাটা আমাদেরকে এক সময় বড় বিপদের সম্মুখে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে।ধর্মীয় অনুষ্ঠান রথকে বন্ধ করেই আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিচ্ছি।রথের মেলার চেয়ে বর্তমানে বাজার ঘাটে কোন অংশেই মানুষের জটলা কম চোখে পড়ছেনা।
সারাদিন সবাই ইচ্ছা মত বাজার ঘাট,চায়ের দোকানে পূর্বের মতই ভিড়।।চায়ের কাপে তুফান সমানে চললেও প্রসাশন নির্বিকার। করোনা বর্তমানে আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় যে ভাবে জাল বিস্তার একের পর এক করে যাচ্ছে তাতে মনে হচ্ছে করোনাকে আমরা যতই গুরুত্বহীন বলে মনে করতে থাকবো করোনা ততই আমাদেরকে তার জালের মধ্যে অজান্তে কাছে টানবার চেষ্টা করে যাবে।অথচ আমরা তা বুঝেও বুঝতে চাইছিনা।আমাদেরকে আর এই করোনা ত্রাসের ভয়াবহতার গুরুত্ব কে বোঝাবে। যদি আমরা নিজেরাই তা না বুঝি।এই মুহূর্তে জেলা প্রসাশসন ও কালিয়াগঞ্জ ব্লক ও পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষের শ্বার্থে কঠোর থেকে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এই মুহূর্তে জেলা প্রসাশসন ও কালিয়াগঞ্জ ব্লক ও পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষের শ্বার্থে প্রয়োজনে কঠোর থেকে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে অবিলম্বে।কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে যেমন বার বার পদক্ষেপ নিতে হবে তেমনি পুলিশ প্রশাসনকেও পদক্ষেপ নিতে হবে।কারন করোনার লক্ষণ মোটেই ভালো নয়। অপর দিকে সাধারণ মানুষকেও ভাবতে হবে করোনার হাত থেকে মুক্ত হতে গেলে আমাদের কতোটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।আমার ভালোর জন্য প্রশাসন আমাকে সতর্ক করবে আমার কোনV দায়দায়িত্ব থাকবেনা এটা কোন দিন সম্ভবপর নয়।তাই আমার এবং আমার পরিবার করোনার হাত থেকে রক্ষা পেতে গেলে সবার আগে আমাকেই সচেতন হতে হবে।