কালিয়াগঞ্জ এ বিজেপির রক্তদান শিবিরে ব্যাপক উৎসাহ
1 min readকালিয়াগঞ্জ এ বিজেপির রক্তদান শিবিরে ব্যাপক উৎসাহ
তন্ময় চক্রবর্তী আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৫০ জন রক্তদাতা এই রক্তদান শিবির এ রক্ত দান করেন। রক্তদান শিবির কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ এ বিজেপি শহর মন্ডলের প্রতিটি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, কালিয়াগঞ্জ শহর মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ, বিজেপি নেতা কমল সরকার, মোহিত বরণ কুন্ডু, বিজেপি নেত্রী সহ আরো অনেকে। কালিয়াগঞ্জ শহর বিজেপি সভাপতি ভবানী চরণ সিংহ বলেন আজকের দিনটি বিজেপির মহান নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবস। তাই এই দিনটির গুরুত্ব বজায় রাখতে তারা শহর মন্ডলের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। যেখানে রক্ত দাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি বলেন রক্ত দানের পাশাপাশি এখানে একটি আলোচনা চক্র আয়োজন করা হয় যেখানে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিভিন্ন কার্যকলাপ তুলে ধরা হয়।