কালিয়াগঞ্জ ব্লক এ করোনাই আক্রান্ত একসঙ্গে সাতজন স্বাস্থ্যকর্মী।
1 min readকালিয়াগঞ্জ ব্লক এ করোনায় আক্রান্ত একসঙ্গে সাতজন স্বাস্থ্যকর্মী।
তনময় চক্রবর্তীএই মুহূর্তে সবচেয়ে বড় খবর। করোনাই আক্রান্ত হল কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী। জানা যায় আজ মোট সাতজনের রিপোর্ট এসেছে এদের মধ্যে সাতজন মহিলা করোনা আক্রান্ত।আরো জানা যায় এদের বাড়ি একজনের কালিয়াগঞ্জ এর কাছনা গ্রামে দুইজন বোচাডাঙ্গা গ্রামে,
দুইজন কালিয়াগঞ্জ শহরে, মালগাও একজন এবং চাপড়ে একজন। জানা যায় এদের সকলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ কোভিড হাসপাতালে।
নতুন করে কালিয়াগঞ্জে করোনা আক্রান্ত খবর চাউর হতেই আবারো আতংক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।জানা যায় জানা যায় আজ যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছে এদের মধ্যে একজন এ এন এম চারজন সেকেন্ড এ এন এম স্টাফ এবং দুইজন আশা কর্মী রয়েছে।