January 12, 2025

টুঙ্গিদিঘিতে একই পরিবারের দুই ছেলে মেয়ের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে

1 min read

টুঙ্গিদিঘিতে একই পরিবারের দুই ছেলে মেয়ের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে

প্রদীপ সিনহা করমদিঘী উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার ,টুঙ্গিদিঘী পাটহাটি মস্তানচক পাড়ায় একই পরিবারের ছেলে ও মেয়ের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে।জানা যায় সকাল থেকে টুঙ্গিদিঘিতে অঝোরে বৃষ্টি পড়ছিল।বৃষ্টির মধ্যেই টুঙ্গিদিঘির পাটহাটি মস্তান চকের একই পরিবারের সাত ব্বহরের মেয়ে এবং বারো বছরের ছেলে দুই ভাইবোন মিলে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়।

পরিবারের লোকেরা ছেলে মেয়ের খোঁজ করতে পুকুরের পাড়ে গিয়ে দেখতে পায় তাদের বাড়ির দুই ছেলে মেয়ে পুকুরে স্নান করতে নেমে ডুবে যায়।পরিবারের লোকেরা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের

লোকেরা ছুটে এসে পুকুরে নেমে দুজনকেই পুকুর থেকে তুলতে সক্ষম হয়।কিন্তূ শেষ রক্ষা করতে পারেনি।শিশু দুটিকে করনদীঘি স্বাস্থ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকেই মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় সারা টুঙ্গিদিঘিতে শোকের ছায়া নেমে আসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *