January 12, 2025

সিস্টার নিবেদিতা সেবা সমিতির মাধ্যমে দুস্থ্য পড়ুয়াদের হতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হল

1 min read

সিস্টার নিবেদিতা সেবা সমিতির মাধ্যমে দুস্থ্য পড়ুয়াদের হতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হল

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর)--বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবেদিতা সেবা সমিতি রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এর অন্তর্গ ইট ভাটা এলাকায় মোট ৭০ জন

শিশুদের মধ্যে ৩ টি করে খাতা,কলম,পেন্সিল,রাবার,শার্প নার,কেক ও চকোলেট বিস্কুট প্রদান করা হয়।লকডাউন চলাকালীন রায়গঞ্জের সিস্টার নিবেদিতা সেবা সমিতি বেশ কয়েকবার বিভিন্নভাবে দুস্থ্য পরিবারদের শিশুদের হাতে খাবারসামগ্রী তুলে দেয় বলে কর্মকর্তাগণ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *