রোগীকে নয় রোগ কে ঘৃণা করা উচিত
1 min readরোগীকে নয় রোগ কে ঘৃণা করা উচিত
কৃতিমান বিশ্বাস ,রায়গঞ্জ।মহামারী করোনা প্রায় প্রত্যেক মুহূর্তে -ই গ্রাস করে চলেছে সাধারণ মানুষের স্বপ্ন। স্তব্ধ করে দিয়েছে বহু মানুষের জীবনযাত্রা। মানুষ আজ নিজেকে ও নিজের পরিবারকে এই নিষ্ঠুর মহামারীর বিষধর ছোবল থেকে রক্ষা করতে প্রায় প্রতিনিয়ত লড়াই করে চলেছে এই অশুভ শক্তির সাথে।” সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ”- কিছু মানুষ আজ এই করোনা আক্রান্ত রোগীদের ছবি ও ভিডিও অযথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। যা প্রতিনিয়ত ভেঙে দিচ্ছে মানুষের লড়াই করার মনোবলকে। এবং মানুষকে করে তুলছে বেশিমাত্রায় আতঙ্কিত। বহু গরীব অসহায় খেটে খাওয়া পরিযায়ী শ্রমিকরা অভাবের জ্বালায় পেট চালানোর তারণায় ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নেয়- ও মাস শেষে নিজের ও নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের মাস শেষের পারিশ্রমিকটা পরিবারের হাতে তুলে দেয়।
আজ সেই খেটে-খাওয়া পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে এই রাজ্যে ফিরছে- হয়তো তাদের মধ্যেই কারোর জীবনে করোনা নেমে এসেছে এক চরম অভিশাপ হয়ে- এই সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া তাদের ছবিগুলি ভেঙে দিচ্ছে সেই অসহায় পরিযায়ী শ্রমিকদের পরিবারের মানুষদের মনোবল- এবং আগামী দিনে যা তাদের জীবনে চলার পথে এক চরম বাধার সৃষ্টি করবে। তাই একজন প্রকৃত মানুষ হিসেবে এরকম চরম ভয়াবহ দুর্যোগের দিনে -আমাদের সকলের উচিত অন্যান্য মানুষগুলির মনোবলকে শক্ত করা -তাহলেই আগামীদিনে মানুষ এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। তাহলেই একদিন এই ঝড়ের অবসান ঘটবে-পৃথিবী আবার হাসবে।