October 25, 2024

করোনা ভাইরাস আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামীর পথ কে লক্ষ্য রেখে একটি বৈঠক সম্পন্ন করা হয় গত ১২ জুন।

1 min read

করোনা ভাইরাস আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামীর পথ কে লক্ষ্য রেখে একটি বৈঠক সম্পন্ন করা হয় গত ১২ জুন।

কৃতিমান বিশ্বাস, রায়গঞ্জ। চারিদিক যখন মহামারী করোনা র অভিশাপ এ জর্জরিত। যখন সাধারণ মানুষকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে মহামারী করোনা ঠিক সেই সময় প্রতিনিয়ত মানুষের পাশে এসে তাদের অন্ধকারাচ্ছন্ন মনে আলো জ্বালার চেষ্টা করেছেন ইটাহারের বিধায়ক তথা চেয়ারম্যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস শ্রী অমল আচার্য।

দিন দিন উত্তর দিনাজপুর জেলায় বেড়ে চলেছে আক্রান্তের হার। করোনার এই গ্রাসে আতঙ্কিত সবাই। গত ১২ জুন বর্তমান পরিস্থিতি ও আগামী র পথকে লক্ষ রেখে ডিএম অফিসে একটি বৈঠক সম্পন্ন করা হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার ডক্টর সুশান্ত রায়, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, সুমিত কুমার – পুলিশ সুপার রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট, জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমল আচার্য ও রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দ্বীপ বিশ্বাস সহ অন্যান্য বরিষ্ঠ ব্যক্তিত্বরা। বৈঠক শেষে রায়গঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রাজ্য সরকারের নির্দেশিকায় যে নতুন পরিকাঠামোগত উন্নয়ন করার কাজ চলছে তা পরিদর্শন করা হয় গত ১২ জুন। আগামী দিনে করোনা আক্রান্ত রোগীদের সব রকম পরিষেবা প্রদান করার জন্য দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছে উত্তর দিনাজপুর জেলার সকল সরকারি আধিকারিক বৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *