রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডে ভলিবল ও বাস্কেটবল ময়দানে সাজঘর শিলান্যাশের শুভ সূচনা করলেন রায়গঞ্জ পৌরসভার উপ – পৌরপতি অরিন্দম সরকার।
1 min readরায়গঞ্জ পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডে ভলিবল ও বাস্কেটবল ময়দানে সাজঘর শিলান্যাশের শুভ সূচনা করলেন রায়গঞ্জ পৌরসভার উপ -পৌরপতি অরিন্দম সরকার।
কৃতিমাণ বিশ্বাস, রায়গঞ্জ। রায়গঞ্জ শহর কে সুন্দর ভাবে সজ্জিত করে চলেছে রায়গঞ্জ পৌরসভা। মানুষের চরমতম দুর্যোগের দিনে তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে রায়গঞ্জ পৌরসভা।
রায়গঞ্জ শহরের নানা প্রকার উন্নয়নের জন্য প্রতিনিয়ত বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে চলে রায়গঞ্জ পৌরসভা।১২ জুন রায়গঞ্জ পৌরসভার ১৬ নং ওয়ার্ডে ভলিবল এবং বাস্কেটবল ময়দানে সাজঘর শিলান্যাসের শুভ সূচনা করলেন রায়গঞ্জ পৌরসভার উপ- পৌরপতি অরিন্দম সরকার ।
আগামী দিনেও এভাবেই রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়নের জন্য রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নানা প্রকার উন্নয়ন মূলক কাজের আশ্বাস দেন রায়গঞ্জ পৌরসভার উপ – পৌরপতি অরিন্দম সরকার।