January 12, 2025

অবশেষে ছোট করে ধনকোল হাট সোমবার শুরু হওয়ায় হাট ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া

1 min read

অবশেষে ছোট করে ধনকোল হাট সোমবার শুরু হওয়ায় হাট ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–অবশেষে দীর্ঘ চার মাস পরে প্রশাসন, হাট মালিক ও হাট ব্যবসায়ী সমিতির ত্রিপাক্ষিক আলোচনার পর সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ঐ তিহ্যবাহী একশো বছরের পুরনো ধনকোল হাট লকডাউনের জেরে বন্ধ হয়ে থাকার পর সোমবার ছোট করে হলেও শুরু হল।

সোমবার ধনকোল হাট শুরু হবার কারনে দুস্থ্য হাট ব্যবসায়ীদের সবার মুখে চার মাস পরে হাসির ছাপ স্পষ্ট দেখা যায়।কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল মহন্ত বলেন আমরা চেয়েছিলাম রাজ্য সরকারের সমস্ত রকম নিয়ম মেনেই

আমাদের নিজেদের স্বার্থেই অত্যন্ত সতর্কতার সাথে ছোট করেই হাট লাগুক।আজ আমরা খুশি আমাদের জীবন জীবিকার কথা ও ব্যাথা প্রসাশন এবং হাট মালিকরা যে বুঝতে পেরে এই ব্যবস্থা নিয়েছে তার জন্য।ধনকোল হাটের অন্যতম হাট মালিক স্বপ্নীল ভৌমিক এক প্রশ্নের উত্তরে বলেন হাট ব্যবসায়ীদের জীবন জীবিকা হাটের উপরেই নির্ভরশীল।বিগত চার মাস ধরে এই দরিদ্র হাট ব্যবসায়ীরা কি নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছে তা অনুভব করেছি।কিন্তু সরকারি নির্দেশের বাইরে কিছু করার ছিলনা।আজ আবার আমাদের ধনকোল হাট শুরু হয়েছে তার জন্য ব্যক্তিগতভাবে আমি একজন হাট মালিক হিসাবে ভীষণ খুশি হয়েছি।তবে সমস্ত হাট ব্যবসায়ীদের কাছে আমার করজোড়ে আবেদন প্রত্যেকে মাস্ক অবশ্যই পরে আসবেন,সামাজিক দূরত্ব নিজেদের স্বার্থেই বজায় রেখে হাট বাজার করবেন এবং অবশ্য অবশ্য হাটে প্রবেশ করবার আগে ভালো করে হ্যন্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবেন।হাটে অযথা ভিড় করে নিজের এবং অপরের অসুবিধার কারন হবেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *