January 12, 2025

সাংবাদিক দের সুরক্ষায় ফেস শিল্ড প্রদান পতিরাম নাগরিক ও যুব সমাজের

1 min read

সাংবাদিক দের সুরক্ষায় ফেস শিল্ড প্রদান পতিরাম নাগরিক ও যুব সমাজের

তুহিন শুভ্র মন্ডল করোনার মোকাবিলায় সাংবাদিক রাও যোদ্ধা।তাদের সুরক্ষার দিকটিও সর্বাগ্রে বিবেচনা করা উচিত।সেই ভাবনা থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধি দের ফেস শিল্ড প্রদান করলো পতিরাম নাগরিক ও যুব সমাজ।

আজ প্রায় একশো পঞ্চাশ জন করোনা যোদ্ধাদের ফেস শিল্ড প্রদানের কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবেও এসেছিলেন পতিরাম নাগরিক ও যুব সমাজের সদস্যরা।মুখ বর্ম তুলে দেওয়া হলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর কুমার রায়ের হাতে।উপস্থিত ছিলেন অন্য সাংবাদিক রাও।জেলা প্রেস ক্লা সম্পাদক শঙ্কর কুমার রায় বলেন ‘সাংবাদিক দেরও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই করোনা ভাইরাস সম্পর্কিত খবর করতে হচ্ছে।আমাদের সুরক্ষার দিকটি ভাবার জন্য ধন্যবাদ জানাই’।এ প্রসঙ্গে পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষে কনভেনর বিশ্বজিত প্রামাণিক বলেন’ এটা আমাদের সমবেত প্রচেষ্টা।আজ এর সাথে বালুরঘাট স্টেডিয়ামের কোয়ারান্টাইন সেন্টারে ক্রীড়া সরঞ্জাম বিলি করেছি আমরা।করোনার মোকাবিলায় আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছি।এরপর আমাদের ভাবনায় আছে কমিউনিটি কিচেন’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *