রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা কর্তৃক সম্বর্ধিত হলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক কার্তিক পাল
1 min readরায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা কর্তৃক সম্বর্ধিত হলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক কার্তিক পাল
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জ পৌর সভার বর্তমান পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বুধবার রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা কর্তৃক সম্বর্ধিত হলেন। বুধবার দুপুরে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসকের ঘরে গিয়ে পৌর প্রশাসক কার্তিক পালের হাতে পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন
রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের শাখা অধ্যক্ষ প্রান্তিক ব্যানার্জীর সাথে ব্যাঙ্কের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কিশোর বিশ্বাস,এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার(একাউন্টস) অভিক ঘোষ এবং কালিয়াগঞ্জ শাখার আকাউনটান্ট রবীন্দ্র নাথ সরকার।কালিয়াগঞ্জের পৌর সভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা আমাকে সম্বর্ধনা দেওয়ায় আমি খুশি হয়েছি।তিনি বলেন কালিয়াগঞ্জে অনেক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা থাকলেও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা আমানত কারীদের যে ভাবে সমস্ত কাজের ব্যাপারে পরিষেবা দিয়ে থাকে তা অভিনন্দন পাবার যোগ্য।আমার কাছে অনেকেই সমবায় ব্যাঙ্কের পরিষেবা নিয়ে সুনাম করলে শুনতে আমার খুব ভালো লাগে।পৌর প্রশাসক বলেন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক বর্তমানে রাজ্যের অনেকগুলো সমবায় ব্যাঙ্কের মধ্যে একটি অন্যতম ব্যাঙ্ক হিসাবে সুনামের সাথে কাজ করে চলেছে।রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের শাখা ম্যানেজার প্রান্তিক ব্যানার্জী এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা তথা বর্তমান পৌর প্রশাসক কার্তিক পাল কালিয়াগঞ্জ পৌর শহরের উন্নয়নে যে ভাবে লাগাতার উন্নয়নমূলক কাজ করে চলেছেন তা এক কথায় অভিনন্দন যোগ্য।আমরা একজন দক্ষ কাজের মানুষ হিসাবে পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পালকে সম্বর্ধনা দিতে পেরে গর্ব বোধ করছি।
75 Strip of 4 Tablets Get Latest Price generic cialis no prescription When nitric oxide is released following sexual stimulation, guanylate cyclase is activated, increasing the production of cyclic guanosine monophosphate CGMP
priligy and viagra combination Its core is the implementation of the toast system
Most likely, you will find online drugstores will charge less for Cialis than in-store drugstores, therefore, there will be a slight markup when you purchase online generic cialis online europe
4 Antihypertensive medications, n 0 678 67 cialis super active Liquid Cialis is a generic product of the original tablet Cialis
clomid 50mg 2004; 61 618 627.
25 2017, USA, n 86 Estradiol pg ml 1 36. side effects tamoxifen But they did pick up all of the tests and blood work and of course the pregnancy birth.
Can I Take Diet Pills With Doxycycline amazon 375 diet pills dose all, can i take diet pills with doxycycline The two of them are not on the same level at all. how long does it take for doxycycline to work 6 Nausea 12 8.