January 12, 2025

পতিরামের এক মন্দিরে হানা দিয়ে বালুরঘাট পুলিশ আন্তঃরাজ্য চক্রের পাণ্ডা সহ এক কেজি সোনা উদ্ধার করলো

1 min read

পতিরামের এক মন্দিরে হানা দিয়ে বালুরঘাট পুলিশ আন্তঃরাজ্য চক্রের পাণ্ডা সহ এক কেজি সোনা উদ্ধার করলো

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–(উত্তর দিনাজপুর)--বুধবার বালুরঘাট পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পতিরামের জয়প্রকাশ মন্দিরে ট্রাস্টের গোপন ডেরায় হটাৎ করে হানা দিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলো।তল্লাশি চালাতে গিয়ে বালুরঘাট থানার পুলিশ বাহিনী অবাক হয়ে যায়।

জয়প্রকাশ ,সরকারের মন্দিরে ট্রাস্ট গোপন ডেরায় হানা দিয়ে ১ কেজিরও বেশি সোনা, পাশাপাশি ব্যাঙ্কের চেক, পাশ বই, ওয়াকি টকি, মার্সিটিস গাড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নতুন করে জয় প্রকাশ সরকারের নামে দুটি মামলা দায়ের হয়েছে। একটি ধর্ষণ ও একটি অপহরণের। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিব, ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি জয়ন্ত রায়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।তিনি বলেন এই ঘটনার শিকড় কতদূর গভীরে গেছে তার শেষ দেখতে হবে।এই ঘটনা নিছক কোন সামান্য ঘটনা নয় বলেইনমনে করেন। প্রসঙ্গত, টাকা ধার দেবে বলে ভিন রাজ্য থেকে ডেকে নিয়ে মদ ব্যবসায়ী সহ ভিন রাজ্যের মোট চারজনকে আটক করে মুক্তিপণ দাবি করার অভিযোগে পতিরাম থেকে চারজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গতকাল রাতে পতিরাম থেকে জয়প্রকাশ সরকার, মনিশ পান্ডে রবীন্দ্র সিং বেদি ও বিকাশ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।এই ঘটনায় পতিরামে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।সাধারণ মানুষের বক্তব্য একটি মন্দিরকে শিখন্ডি করে ঐ মন্দিরে সবরকম কাজ চলায় এলাকার মানুষজন হতবাক হয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *