জেলার করনদিঘি ব্লকের লাহুতারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃনমূল যুব সভাপতি গৌতম পালের সাহসী পদক্ষেপ
1 min readজেলার করনদিঘি ব্লকের লাহুতারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃনমূল যুব সভাপতি গৌতম পালের সাহসী পদক্ষেপ
তপন চক্রবর্তী- কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের ২নম্বর লাহুতারা গ্রামের ২৯জনের করোনা সংক্রামন ধরা পরে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার গ্রামগুলিকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এবার সেই গ্রামগুলোর আশেপাশের এলাকাকে দূষণমুক্ত করতে মাঠে নামলো তৃণমূল যুব কংগ্রেস।শনিবার তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব ডালখোলার দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় গিয়ে জীবাণুনাশক ওষুধ ছড়িয়ে এলাকা স্যানিটাইজড করেছে।
জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল এই কাজে নেতৃত্ব দেন।
গৌতমবাবু জানিয়েছেন, করনদিঘি ব্লকে সভাপতি কৌসর আলমকে সঙ্গে নিয়ে এলাকার মানুষদের মধ্যে দু’হাজার কেজি সবজি, একটি করে সাবান ও মাস্ক বিলি করা হয়েছে।