রায়গঞ্জে প্রায় ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ পাচারকারী গ্রেফতার-
1 min readরায়গঞ্জে প্রায় ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ পাচারকারী গ্রেফতার–
শনিবার রায়গঞ্জে ৯০০গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ ও এস ও জি টিম।রাগগঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার বলেন শনিবার গোপন সুত্রে খবর পেয়ে
রায়গঞ্জের বারোদুয়ারি সংলগ্ন এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে
তাতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের প্যাকেট গুলি বাজেয়াপ্ত করে পুলিশ।ধৃত ২ অভিযুক্তদের নাম শেখ ডালিম ও খুরশেদ আলম।
ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।তিনি বলেন করোনার এই সুযোগে কিছু স্মাগলার এই ধরনের কাজ করবার
জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।কিন্তূ পুলিশের করা নজরদারির ফলে প্ৰতি ক্ষেত্রেই ধরা পড়ছে বলে পুলিশ সুপার সুমিত কুমার জানান।