ধীরে ধীরে মালদা জেলায় বাড়ছে বিশ্ব মহামারী করোনা ভাইরাস
1 min readধীরে ধীরে মালদা জেলায় বাড়ছে বিশ্ব মহামারী করোনা ভাইরাস
গাজোল ,সব্যসাচী মন্ডল:– ধীরে ধীরে মালদা জেলায় মারাত্মক আকার ধারণ করছে বিশ্ব মহামারী করোনা ভাইরাস। এই মারাত্মক ভাইরাসের কবলে এখন পর্যন্ত সারাদেশে প্রায় এক লক্ষের বেশি সংক্রমিত হয়েছেন মানুষ।
এই মারণ ভাইরাস নিয়ে ক্রমেই মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। মালদা জেলার মধ্যে বিগত দিনে মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ইংলিশ বাজার, ওল্ড মালদা ব্লকে করোনা পজিটিভ রোগী ধরা পড়লেও গতকাল রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের পাওয়া রিপোর্ট অনুযায়ী মালদা জেলার গাজোল ব্লকে প্রথম করোনা সংক্রমিত রোগের হদিশ মিলল। গতকাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন মালদায় নতুন করে ১১ জনের দেহে করণা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে মানিকচক এ রয়েছে ১০ জন ব্যক্তি এবং গাজোল ব্লকের ১।ব্লকে প্রথম কোন সংক্রমনের রোগীর খবর ছড়িয়ে পড়তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গাজোলে করোনা সংক্রমিত হয়েছেন শাহজাদপুর অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার রামলাল টুডু। সূত্র মারফত জানা যায় কিছুদিন আগেই ভিন রাজ্য থেকে কাজ করে ফেরেন তিনি। আজ সকালে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে পুলিশি নিরাপত্তায় জেলা করোনা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ওই সংক্রামিত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখছে প্রশাসন। গাজোল ব্লক এ প্রথম সংক্রমিত রোগীকে নিয়ে তীব্র আতঙ্ক রয়েছে এলাকায়।সংক্রমিত রোগের সম্পর্কে যতদুর জানা যাচ্ছে তিনি বিগত কিছুদিন আগে ভিন রাজ্য থেকে কাজ করে গাজোলে আসেন। সূত্রের খবর মহারাষ্ট্র নাগপুর এলাকায় ট্রাক ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ১৩ ই মে মালদা তে আসেন এবং ১৫ ই মে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। গতকাল তিনি গাজলে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন বলে জানা যাচ্ছে। তবে কার বাড়িতে সে বিষয়ে জানা যায়নি। সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।