আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আম, লিচু , ধান এবং সবজিতে চাষের
1 min readআমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আম, লিচু , ধান এবং সবজিতে চাষের
বিশ্বজিৎ মন্ডল মালদাঃ আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। সবথেকে বেশি ঝড়ে ক্ষতির প্রভাব পড়েছে আম, লিচু , ধান এবং সবজিতে। পাশাপাশি জেলার ১৫ টি ব্লকে কমবেশি অনেক জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে । বুধবার রাত থেকে মালদা জেলায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ে । বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ ফল ,সবজি, ফসলের ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে
প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি যেসব ব্লকে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, তারও একটি তালিকা তৈরি করা হয়েছে। যে সময় তালিকা তৈরির কাজ চলছিল জেলা প্রশাসনিক ভবনে ।
সেই সময়ও বৃষ্টি, ঝড়ের প্রভাব ছিল জেলায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির এই তালিকা নবান্নে পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আমফান ঝড়ের
প্রভাবে মালদা ১৫ টি ব্লকে ১৯০ টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। যার মধ্যে পুরাতন মালদা, হবিবপুর, রতুয়া , মানিকচক , ইংরেজবাজার, কালিয়াচক সহ বিভিন্ন ব্লকগুলি রয়েছে।জেলা প্রশাসন, উদ্যান পালন দপ্তর এবং কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় ঝড়ের প্রভাবে ৩৮ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়েছে। যদিও এর আগে মার্চ ,
এপ্রিল মাসের দিকে দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টির জেরে ২০ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়েছিল। কিন্তু বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে একদিন এই প্রায় ৩৮ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়ে গিয়েছে। যদিও জেলায় আম উৎপাদন হয়ে থাকে প্রায় সাড়ে ৩ লক্ষ মেট্রিক টন । ঝড়ের প্রভাবে জেলায় ১৬ হাজার ৫০ মেট্রিক টন লিচুর ফলনে ক্ষতি হয়েছে।
ধানের ক্ষতি হয়েছে ১৬ হাজার হেক্টর জমিতে। যদিও মালদা জেলায় ৬৬ হাজার হেক্টর জমি জুড়ে ধান চাষ হয়ে থাকে। সবজির ক্ষতি হয়েছে ৫০০ হেক্টর জমিতে। প্রাথমিকভাবে এই রিপোর্ট তৈরি করার পরই নবান্নে পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।এদিকে এই ঝড়ের প্রভাবে মালদায় বিপুল পরিমাণে আম , লিচু নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। একদিকে তো লকডাউনের কারণে সঠিকভাবে আম এবং লিচুর বাগান গুলিকে পরিচর্যা করতে পারে নি চাষিরা। সেদিকেও লোকসানের একটা বড় অংশ রয়েছে। তার ওপর আচমকা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে দিশেহারা হয়ে পড়েছেন মালদার বিভিন্ন ব্লকের চাষিরা। তারা এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন।মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা বলেন , বছরের শুরু থেকেই আম এবং লিচুতে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে। প্রথমদিকে ঝড়-বৃষ্টি , তারপরে হয়েছে শিলাবৃষ্টি। এবার ঝড়ের প্রভাব, সব মিলেমিশে আম, লিচু চাষিদের এখন সংকটাপন্ন অবস্থা। লকডাউনের মধ্যে চাষিরা নিজেদের বাগানে সঠিকভাবে পরিচর্যা করতে পারে নি। তার ওপর ঝড়-বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে যাতে এখন চাষীদের ঘুরে দাঁড়াবার জায়গা নেই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি ক্ষতিগ্রস্ত চাষীদের যাতে সহযোগিতা করা হয়।অতিরিক্ত জেলাশাসক অর্ণব চ্যাটার্জী জানিয়েছেন, আমফান ঝড়ের প্রভাবে মালদায় আম, লিচু, ধান, সবজি চাষের ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি করে রাজ্য প্রশাসনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি কয়েকটি ব্লকে কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। তার তালিকা তৈরি করার পর সেগুলি রাজ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।