লকডাউনে কাজ হারিয়ে দিশেহারা হয়েছেন কেশ শিল্পীরা
1 min readলকডাউনে কাজ হারিয়ে দিশেহারা হয়েছেন কেশ শিল্পীরা
গাজোল ,সব্যসাচী মন্ডল:- লকডাউনে কাজ হারিয়ে দিশেহারা হয়েছেন কেশ শিল্পীরা। লকডাউন শিথিল হওয়ার পর থেকেই গাজোলের অন্যান্য দোকানগুলি খুলতে পারলেও দোকান খুলতে পারছেন না কেশ শিল্পীরা।
লকডাউন এর মধ্যে জমানো সমস্ত টাকা শেষ করে ব্যবসা করতে না পারায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সে সমস্ত মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালো গাজোল ব্যবসায়ী সমিতি। গাজোল ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেক কেস শিল্পীর হাতে দুই হাজার টাকা সহ বেশ কিছু সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন প্রায় 80 জন কেস শিল্পীর হাতে টাকা ও দৈনন্দিন ব্যবহারিক কিছু সামগ্রী তুলে দেওয়া হয় ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে।এদিন গাজোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হারাধন দেব ও গাজোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নবীন কুমার চন্দ্রার হাত দিয়ে কেশ শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়, গাজোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হারাধন দেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক গাজোল ব্লক নবীনকুমার চন্দ্রা সহ ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।