October 25, 2024

বিদায়ী পৌরপিতার কার্য কাল শেষের বিদায়ী সভায় সমস্ত পৌরকমিশনার ও কালিয়াগঞ্জ বাসীকে কালিয়াগঞ্জের উন্নয়নে সহযোগিতা করার জন্য অভিনন্দন জানালো পৌরপিতা

1 min read

বিদায়ী পৌরপিতার কার্য কাল শেষের বিদায়ী সভায় সমস্ত পৌরকমিশনার ও কালিয়াগঞ্জ বাসীকে কালিয়াগঞ্জের উন্নয়নে সহযোগিতা করার জন্য অভিনন্দন জানালো পৌরপিতা

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)—বৃহস্পতিবার ২১শে মে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার মা মাটি মানুষ সরকার পরিচালিত তৃণমূল কংগ্রেসের পৌরবোর্ডের মেয়াদ শেষ হল।শেষ দিনে কালিয়াগঞ্জ পৌর সভার ১৭ জন কাউন্সিলার দের মধ্যে ১৩ জন

পৌর সভার কাউন্সিলরদের নিয়ে বিদায়ী সভায় কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন

পৌর সভার বিরোধী দলের কমিশনার সহ দলের কমিশনার গন কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের কাজে যে ভাবে দুইহাত উজাড় করে আমাকে প্রতিটি কাজে যে ভাবে সাহায্য ও সহায়তা করেছেন তার জন্যই কালিয়াগঞ্জের উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব

হয়েছে।আমি শুধু উপলক্ষ মাত্র।তাদের সবার উন্নয়নের চিন্তাধারা আজ কালিয়াগঞ্জ শহরের যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তাদের সবার সাহায্য ছাড়া এ কাজ কোন ভাবেই সম্ভব হতে পারতো না।তাই সবাইকে আজকের এই বিদায়ী সভায় অনেক অভিনন্দন সবার জন্য।শুধু কমিশনারদের অভিনন্দন জানিয়েই তিনি ক্ষান্ত হননি।পৌরপিতা কালিয়াগঞ্জ বাসীকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন এই কারনে যে

কালিয়াগঞ্জ বাসী তাদের শহরের উন্নয়নের জন্য প্রত্যেকেই প্রচুর পরিমানে ত্যাগ স্বীকার না করলে কালিয়াগঞ্জ শহরের আজ পর্যন্ত যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছে তা কোন ভাবেই সম্ভব হতে পারতো না তিনি দ্ব্যর্থহীন ভাষায় তা স্বীকার করেছেন। বৃহস্পতিবার বিদায়ী বৈঠক শেষে কালিয়াগঞ্জের প্রত্যেক কমিশনারদের সম্বর্ধনা

জ্ঞাপন করেন পৌরপিতা।পৌরপিতা এখানেই তার দায়িত্ব শেষ করেন নি।কালিয়াগঞ্জ পৌর সভার সমস্ত স্বাস্থ্য দপ্তরের কর্মীদের যারা

নিজের জীবন বিপন্ন করে সামনের সারিতে থেকে করোনার ভাইরাসের মত রোগ প্রতিরোধে কাজ করেছেন তাদের প্রত্যেককে সম্বর্ধনা দেবার সাথে সাথে দুই হাজার টাকা করে সান্মনিক দেবারও ব্যবস্থা করেছেন।

সম্বর্ধনাদেবার সাথে দুই হাজার টাকা করে আর্থিক সন্মান দিয়েছেন করোনার কাজে প্রত্যেক ওয়ার্ডের সুপারভাইজার ও সাফাই কর্মীদের যারা নিজের জীবন বিপন্ন করে করোনা ভাইরাসের কাজ করে চলেছে।সম্বর্ধনা থেকে বাদ যায়নি কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরাও।

তাদেরকেও আজকের এই সভায় প্রত্যেককে সম্বর্ধনা জানিয়েছেন কালিয়াগঞ্জ পৌর সভার বিদায়ী পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।কালিয়াগঞ্জ পৌর সভার গুরুত্বপূর্ন কয়েকজন কর্মীকেও সম্বর্ধনা জানানো

হয় যাদের মধ্যে ছিলেন চন্দন ঘোষ, নন্দন সরকার এবং শনত সাহা।আজকের বিদায়ী সভার অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌর সভার মোট১৩জন কমিশনার উপস্থিত ছিলেন।যাদের মধ্যে সিপিআইএম দলের গনেন্দ্র শংকর মজুমদার এবং কংগ্রেসের কমিশনার মঞ্জুরী দত্ত দাম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন জনকে সম্বর্ধনা জ্ঞাপন করেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল,

উপ-পৌরপিতা বসন্ত রায়, পৌরসভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস, পৌর সভার অর্থ দপ্তরের আধিকারিক ছুট্টু আগরওয়াল সহ সমস্ত বিদায়ী কমিশনারগন।


জানা যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌর সভার বোর্ডের মেয়াদ বৃহস্পতিবার শেষ হবার সাথেসাথে ঐ দিন বিকেলেই কলকাতা থেকে কালিয়াগঞ্জ পৌর বোর্ডের প্রশাসক নিযুক্তি করনের নির্দেশ

চলে আসে।জানা যায় দুইজন বিশিষ্ট প্রশাসকের বোর্ডে কালিয়াগঞ্জের বিদায়ী পৌর পিতা কার্তিক চন্দ্র পালকে প্রশাসক পদে নিযুক্ত করে উপ-পৌর পিতা বসন্ত রায়কেও বোর্ডের সদস্য করা হয়। আগামী কাল কালিগঞ্জ পৌর সভার বিদায়ী পৌরপিতা কার্তিক চন্দ্র পাল শুক্রবার কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *